দাঁড়িপাল্লা বিজয়ী হলে পরিকল্পিত রাষ্ট্র পরিচালনার পাশাপাশি স্থানীয় সমস্যার টেকসই উন্নয়ন ঘটানো হবে : মাওলানা আবুল কালাম আজাদ

# পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ #
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্র তীকের প্র ার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কয়রা ও পাইকগ্ছাা উপজেলা দুটি সম্ভাবনাময় উপকূলীয় জনপদ। সুন্দরবন সংলগ্ন নদী-নালা ও কৃষিনির্ভর অর্থনীতি এ অঞ্চলের বড় শক্তি। কিন্তু বাস্তবতা হচ্জছেলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, নদীভাঙন ও অব্যবস্থাপনার কারণে এখানকার মানুষ প্র তিনিয়ত ঝুঁকির মধ্যে বসবাস করছে। এই এলাকার মানুষ প্র তিনিয়ত অর্থনৈতিক দুরবস্থার মধ্য দিয়ে বসবাস করছে। এলাকার উন্নয়নের প্র থম ও প্র ধান অগ্রাধিকার হওয়া উচিত টেকসই ও দীর্ঘস্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। বারবার অস্থায়ী সংস্কার নয়Íপ্র য়োজন বৈজ্ঞানিক পরিকল্পনায় স্থায়ী সমাধান, যাতে মানুষ নিরাপদে ঘরবাড়ি ও জীবিকা রক্ষা করতে পারে। কিন্তু এখানকার জনপ্র তিনিধিরা বারবার সাধারণ জনগনের সাথে এক ধরনের প্র তারণা করেছে। লুটপাট আর অনিয়ম দূর্ণীতির কারণে মানুষের অধিকার থেকে বঞ্এচিত করা হয়েছে। এবার সময় এসেছে নিজেদের অধিকার বুঝে নেওয়ার। আমি এই এলাকার সন্তান। এখানকার লবন পানিতেই আমি বেড়ে উঠেছি। এই জনপদের মাটিতে মিশে আছে আমার শৈশব কৈশরের দুরন্তপনা। যে কারণেই বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে মনোনীত করেছে। আমি বিজয়ী হলে দলের পরিকল্পিত রাষ্ট্র পরিচালনার পাশাপাশি স্থানীয় সমস্যা সুদুর প্র সারী উন্নয়ন ঘটানো হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
সকালে চাঁদখালী ইউনিয়নের কমলাপুর জামে আরাবিয়া খাদিমুল ইসলাম মাদরাসা, আভিরুন মহিলা মাদরাসা, খাদিজাতুল মহিলা মাদরাসা, চৌমুনি তালিমুল কুরআন মাদরাসা, উম্মে হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসা, কালুয়ার আবাদ সরকারি প্র াথমিক বিদ্যালয়, গজালিয়া কালুয়া আলিম মাদরাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং বিকেলে লস্কর ইউনিয়নে গণসংযোগ করেন।
এ সময় ইসলামী ছাত্রশিবির খুলনা দক্ষিণ জেলার সভাপতি আবু জার আল গিফারী, পাইকগাছা উপজেলা সভাপতি মো. সাইদুল ইসলাম, পৌরসভার সাংগঠনিক সম্পাদক আসাদ আল হাফিজ, চাঁদখালী ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজগর হুসাইন ও মো. শাহিনুর রহমান, সেক্রেটারি মো. খয়বর হোসাইন, সহকারী সেক্রেটারি মো. মাজাহারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. আরজান আলী, লস্কর ইউনিয়ন আমীর মাওলানা মোজাফফর হোসেন, সেক্রেটারি মো. শামসুর রহমান, চাঁদখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল সবুর, ৫ নং ওয়ার্ড সভাপতি মো. মনজুরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি ডা. আবুল কালাম, ৯ নং ওয়ার্ড সভাপতি হাফেজ বনি আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।



