শাইখুল হাদীস মুফতী গোলাম রহমানের ইন্তেকালে খুলনা অঞ্চল জামায়াতের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ বরেণ্য আলেমে দ্বীন শাইখুল হাদীস আল্লামা মুফতী গোলাম রহমান (রহ.) এর ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্র তি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মো. ইউনুস।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, প্র বীণ আলেমে দ্বীন মুফতী গোলাম রহমান বিভিন্ন সামাজিক ও ধর্মীয় শিক্ষাপ্র তিষ্ঠান গড়ে তুলেছেন। তার এই অনন্য অবদান খুলনাবাসী চিরদিন মনে রাখবেন। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট বিনয়ের সাথে দোয়া করি মহান আল্লাহ যেন তাঁর সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন। তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্র তি সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর নিকট দোয়া করছি তিনি যেন তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।”
উল্লেখ্য, দক্ষিণ বাংলার প্র বীণ আলেমেদ্বীন, জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা’র প্র তিষ্ঠাতা মহাপরিচালক, জামি’আর নায়েবে মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার পিতা আল্লামা মুফতী গোলাম রহমান (রহ.) বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় ঢাকার ধানমন্ডি গ্রীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ৯টায় তারই প্র তিষ্ঠিত বাগমারা মারকাযুল উলূম মাদরাসা ময়দানে জানাজার অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মুসল্লী আংশ নেন।



