স্থানীয় সংবাদ

বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন : কর্মসুচীতে বাধা ও সংঘর্ষ : আহত-৫

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির সভাপতি মমিনুল হক বিশ^াস টুলু’র বহিষ্কারাদেশ প্র ত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্র তিপক্ষরা বাধা দিয়েছে। এতে দুই পক্ষের সংঘর্ষ হলে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, শীতল মন্ডল (৬২), সুরেন মজুমদার (৬৫), হাসিবুল বিশ্বাস (৫০), জানজার শেখ (৪৫) ও একজন নারী। বৃহস্পতিবার সকালে সংঘর্ষের এ খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় মানববন্ধন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে পালন করেন সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের অনুসারীরা। প্রর্তক্ষ্যদর্শীরা জানান, বিএনপি নেতা মমিনুল হক টুলু বিশ^াসের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চিতলমারী উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এর আগে ধানের শীষের প্র ার্থী কপিল চন্দ্র মন্ডলের কয়েকজন সর্মথক প্র থমে মানববন্ধন করতে বাধা দেয় এবং পরে হামলা চালায়। এ ঘটনায় টুলু বিশ্বাসের ৫ জন অনুসারী আহত হয়। মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হামলার ঘটনায় সেনাবাহিনী লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনাকে কেন্দ্র করে চিতলমারী উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে উপজেলা প্র শাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে রয়েছে। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়। মানব বন্ধনে অংশগ্রহণকারীরা টুলু বিশ্বাসের বহিষ্কারাদেশ প্র ত্যাহারের দাবি জানান এবং দলীয় শৃংখলার নামে অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, আমাকে কী কারণে বহিষ্কার করা হয়েছে, তা আমি নিজেও জানি না। আমি ধানের শীষের পক্ষে ভোট চাইছি, নিজেও ধানের শীষ প্র তীকেই ভোট দেব। আমার বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর আমার অনুসারীরা মানববন্ধন করতে গেলে বিএনপি মনোনীত বাগেরহাট-১ আসনের প্র ার্থী কপিল কৃষ্ণ মন্ডলের অনুসারীরা হামলা চালায় বলে আমি জানতে পেরেছি। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো অপ্র ীতিকর ঘটনা আর ঘটেনি। অপরদিকে, বুধবার দিবাগত রাতে বাগেরহাট- ২ আসনের সদর উপজেলার দড়াটানা ব্রীজের কাছে দুর্র্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে হয়ে গেছে স্বতন্ত্র প্রার্থী এই আসনে বিএনপি দলীয় সাবেক এমপি এম এ এইচ সেলিমের নির্বাচনী অফিসের সকল আসবাবপত্র। গেল ২৬ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরীত এক প্রে স বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্র াথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button