আন্তর্জাতিক

রাতভর এক মিসাইল ও শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া: ইউক্রেন

প্রবাহ ডেস্ক : ইউক্রেনে রাতভর শতাধিক ড্রোন ও একটি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার ইউক্রেনীয় বিমানবাহিনী এই তথ্য জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভসহ অন্যান্য শহরে এক সপ্তাহের জন্য রুশ হামলা বন্ধে পুতিনের সম্মতির কথা জানানোর একদিন পরই এই হামলার খবর এল। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ট্রাম্প তার ওই ঘোষণার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এবং মস্কোও এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন যে, সম্ভবত কেবল ইউক্রেনের জ্বালানি খাতের ওপর এই সাময়িক যুদ্ধবিরতি প্রযোজ্য হবে। তিনি আরও জানান, রাশিয়া এই প্রতিশ্রুতি মেনে চলবে কি-না, তা নিশ্চিত করতে তিনি ওয়াশিংটনের ওপর ভরসা রাখছেন। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, ‘৩০ জানুয়ারি রাতে (২৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে) শত্রু পক্ষ ভোরোনেজ অঞ্চল থেকে একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল এবং ১১১টি ড্রোন নিক্ষেপ করেছে।’ গত কয়েক দিনে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার একের পর এক হামলার ফলে তীব্র শীতের মধ্যে দেশটির লাখ লাখ মানুষের ঘর গরম রাখার ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, প্রচ- শীতের কারণে তিনি ‘ব্যক্তিগতভাবে’ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে হামলা বন্ধের অনুরোধ করেছিলেন এবং এই বিরতি এক সপ্তাহ স্থায়ী হবে। এদিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর বৃহস্পতিবার রাতে বলেন, সেখানে একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় একজন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button