এনসিপি’র ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রবাহ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করা হয়। ইশতেহারের ১২টি অধ্যায়ে বিভিন্ন খাতের কৌশল ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে, যার মধ্যে নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক ৩৬ দফা- ইশতেহারে প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, দেশের সব প্রতিষ্ঠানে পূর্ণবেতনে ছয় মাস মাতৃত্বকালীন এবং এক মাস পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা হবে।
ইশতেহারে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটির সময়সীমা ছয় মাস এবং পিতৃত্বকালীন ছুটি এক মাস থাকবে, যা পূর্ণবেতনসহ প্রদান করা হবে। এছাড়া, প্রসবকালীন জটিলতার কারণে প্রয়োজনে অতিরিক্ত ছুটির ব্যবস্থা রাখা হবে। নারীদের প্রতি মাসে একদিন অর্ধবেতনে ঐচ্ছিক ‘পিরিয়ড লিভ’ চালু করার কথা বলা হয়েছে সরকারি কর্মক্ষেত্রে, যা পরে সব কর্মক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে। এই পিরিয়ড লিভের জন্য সরকার শ্রমিকদের অর্ধবেতনে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করতে পারে। এছাড়া, সব সরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার সুবিধা বাধ্যতামূলক করা হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ সুবিধা দেওয়ার জন্য প্রণোদনা দেওয়া হবে।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


