স্থানীয় সংবাদ
মোংলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলা উপজেলার রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল শেখ (৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে মোংলা ইপিজেড সংলগ্ন এলাকায় যশোর বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের নিচে কাঁটা পড়েন তিনি। খবর পাওয়ার সাথে সাথে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুল শেখ (৫৫) কে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যায়। মোংলা বন্দর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত বাবুল শেখ (৫৫) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা এলাকার আশরাফ আলী শেখ এর ছেলে। মোংলা থানা ওসি শেখ শাহিনুর রহমান বলেন, কি কারণে এ ব্যাক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেলো তার অনুসন্ধানে কাজ করা হচ্ছে। এ ছাড়া এ ঘটনায় রেলওয়ে পুলিশ ব্যবস্থা গ্রহন করবে।



