জাতীয় সংবাদ

নির্বাচনকে ঘিরে রেলে নাশকতার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতার নির্দেশ রেল কর্তৃপক্ষের

প্রবাহ রিপোার্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রেলপথে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। এ অবস্থায় রেলের যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতামূলক কর্মকা-ের মাধ্যমে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করতে পারে। গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে এ ধরনের অপচেষ্টার ঝুঁকি রয়েছে। এই প্রেক্ষাপটে রেলের যাত্রী, ট্রেন ও অবকাঠামোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন রেলপথ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো নাশকতা বা রেল সম্পদের ক্ষতিসাধনের চেষ্টা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেলস্টেশনের কর্মচারী, গেটকিপার অথবা রেল পুলিশকে জানাতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের হটলাইন নম্বর ১৩১-এ ফোন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা যাবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button