জাতীয় সংবাদ

বাগেরহাটের জামায়াতে যোগ দিলেন বিএনপি- ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী

প্রবাহ রিপোর্ট : বাগেরহাটের চিতলমারীতে বিএনপি ও ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাখরগঞ্জ বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও মিষ্টি খাওয়ানো হয়।
যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন-উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক বাবলু গাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্তোষপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি ফরহাদ হোসেন, কাজী আব্দুল মান্নান, হাফেজ মুস্তাফিজুর রহমান, কাজী মকবুল আহমেদ, টিপু সুলতান, রফিকুল ইসলাম, ওসমান মিয়া, মিজানুর রহমান, হুসেইন মুহাম্মদ প্রমুখ।
বাবলু গাজী বলেন, ‘‘দেশ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখব।’’
বাগেরহাট-১ আসনে জামায়াতের নির্বাচনি মিডিয়া সেলের সদস্য আবু আইয়ুব আনসারি বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button