সম্পাদকীয়

জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি

ক্রমেই আমাদের সমাজব্যবস্থা ভেঙে পড়েছে। সামাজিক শৃঙ্খলা ও অনুশাসন বলতে কিছু নেই। একের পর এক অপরাধমূলক কর্মকা- ঘটছে। বাংলাদেশে মানুষের জানমালের নিরাপত্তা যেন ঠুনকো অবস্থায় রয়েছে। একজন মানুষের খুন হয়ে যাওয়া এ দেশে গা সওয়া হয়ে যাচ্ছে। যেন কোনো প্রতিকার নেই। মানবিক বোধ যেন উধাও হয়ে গেছে। কিছু মানুষ একেবারেই মরিয়া হয়ে উঠেছে। খুন-ধর্ষণের মতো ঘটনা ঘটছে প্রতিদিন। আইনের সঠিক প্রয়োগ না থাকায় দেশে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সে মৃত্যু যদি অকাল ও আকস্মিক হয়, তবে তা মেনে নেয়া আরও কঠিন। ফলে আইনের শাসন এবং অপরাধীদের ত্বরিত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে নাগরিক পর্যায়ের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও কমে যেতে পারে। যদিও গণতন্ত্র না থাকা এ পরিস্থিতির জন্য দায়ী। গুম, খুন, অপহরণ ও লাশ হওয়ার ব্যাপারটি এখন বাংলাদেশের জনজীবনে নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। মাঝেমধ্যেই গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকা- ও অপহরণের ওপর বিভিন্ন উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ এবং এর প্রতিকার দাবি করা হলেও এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। ব্যাপারটি যেন আমাদের গা-সওয়া হয়ে উঠেছে। কিন্তু যে বাবা, মা, ভাই, বোন এভাবে তাদের স্বজন হারাচ্ছেন তারাই বুঝতে পারেন এভাবে প্রিয়জন হারানো কী দুঃসহ এক অভিজ্ঞতা। এদের মাঝেমধ্যে হারানো স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানাতে দেখা যায়। কিন্তু তাতেও কোনো কাজে আসছে না। বরং রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক জীবনে বিরাজ করছে এক দুঃসহ অস্থিরতা। আর এই অস্থিরতা সূত্রে সমাজে ঘটে চলেছে নানামাত্রিক খুন, গুম, অপহরণসহ অনাকাক্সিক্ষত ঘটনা। বর্তমানে এসব ঘটনা থেকে মানুষের নিরাপত্তাহীনতার বিষয়টি প্রকট হয়ে দেখা দিয়েছে। সমাজের বিভিন্ন স্তরসহ দেশি-বিদেশি অনেক মানবাধিকার সংস্থা এর প্রতিকার চেয়ে সরকারের কাছে বারবার নানা সুপারিশ রেখেছে। কিন্তু সরকারি মহলের ভাষ্য যেন এমন, সবকিছু ঠিকই আছে। কিন্তু সময়ের সঙ্গে এই বিশৃঙ্খল পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠছে। সাধারণ মানুষ এ নিয়ে উদ্বিগ্ন। তাই আমরা মনে করি, বিষয়টি আর এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। সরকারের উচিত জননিরাপত্তা নিশ্চিত করে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও এ ব্যাপারে চোখ বন্ধ করে থাকতে পারে না। দ্রুত এই নৃশংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কেননা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যান্ত জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button