রাজধানীর বিভিন্ন সড়কের বেহাল দশা
রাজধানীর সড়কগুলোতে খানাখন্দে ভরা। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার নির্মাণসহ নানা উন্নয়ন কার্যক্রমের কারণে দীর্ঘ সময় রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে চলাচল স্বাভাবিক ছিল না। সম্প্রতি এসব উন্নয়ন কাজের বেশিরভাগই সম্পন্ন হওয়ায় সড়কগুলো সংস্কার ও বিভিন্ন জায়গায় প্রশস্ত করা হয়েছে। তবে নতুন সংস্কার কাজের পরও সড়কগুলো মসৃণ হয়নি। কোথাও বড় বড় গর্ত, কোথাও উঠে গেছে পিচ। আবার কোথাও কার্পেটিং কেটে বসানো হয়েছে ওয়াসার পাইপ। মাসের পর মাস সেখানে কোনো রকম বালু দিয়ে চাপা দেওয়া হয়েছে। বহু পুরোনো সড়ক সংস্কার না করা ও সেবা সংস্থার সমন্বয়হীনতার কারণে বেহাল অবস্থা রাজধানীর বিভিন্ন সড়কের। এসব সড়কে চলাচলে দুর্ভোগ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। পাড়া-মহল্লার অলিগলিরও একই অবস্থা। এ ছাড়া সংস্কারে গুণমান ঠিক রাখার ক্ষেত্রে বড় বাধা দুর্নীতি-অনিয়ম। অথচ দুই সিটি করপোরেশন তিন বছরে প্রায় ৯০৮ কোটি টাকা খরচ করলেও এখনো ভোগান্তিতে চলাচল করতে হচ্ছে মানুষকে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মিরপুর রোড, মিরপুর ১০ থেকে আগারগাঁও অংশ, বনানী থেকে মহাখালী রোড, তেজগাঁও রোড, কাওরানবাজার থেকে হাতিরঝিল, নতুন বাজার, আবুল হোটেল থেকে টিভি সেন্টার, দৈনিক বাংলা থেকে প্রেস ক্লাব, কাকরাইল মসজিদ থেকে নাইটিংগেল মোড়, কুড়িল ফ্লাইওভার থেকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কসহ অধিকাংশ সড়ক অমসৃণ এবং কিছুকিছু অংশ এখনও বেহাল অবস্থায় রয়েছে। এসব সড়কের কোথাও উঁচু, কোথাও নিচু। বিশেষ করে ম্যানহোলের মুখগুলো সড়ক থেকে বেশ কয়েক ইঞ্চি নিচে থাকে। এছাড়াও কিছু সড়কে দীর্ঘদিন কার্পেটিং না করায় নুড়ি পাথর উঠে যাচ্ছে। আর কিছু সড়ক এখনও সংস্কার না হওয়ায় একেবারেই ভাঙাচোরা। মেট্রোরেলের নিচে সংস্কার করা সড়কে নেই জেব্রাক্রসিংসহ অনান্য রোড মার্কিংয়ের চিহ্ন। বেটার লাইফ হাসপাতাল থেকে দক্ষিণ বনশ্রী টেম্পো স্টেশন সড়ক বেহাল এবং সিপাহিবাগ বাজার-গোড়ান বাজার সড়কটির অনেক স্থানেও ছোট-বড় গর্ত হয়েছে। পুরান ঢাকার বাবুবাজার এলাকার সড়কে যানবাহনগুলোকে চলতে হয় হেলে-দুলে এমনকি বাবুবাজার সেতুর নিচের সড়কে রিকশা-মোটরসাইকেল চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ গেন্ডারিয়া নতুন সড়কও খানাখন্দে ভরা। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গাড়ি চালাতেও সমস্যায় পড়তে হয়। বৃষ্টিতে গর্তে জমে থাকে পানি। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে চলাচল। রাজধানীর সড়কের এই অবস্থা কোনোভাবেই কাম্য নয়। এর প্রতিকার দরকার। তাই রাজধানীর দুই সিটি করপোরেশন কর্মকর্তাদের আহ্বান করবো যেন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেন। এবং সংস্কারের বড় বাধা দুর্নীতিবাজদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।