সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ কাটা কতটা যৌক্তিক?

গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। মানব জীবনে গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কাঠ, ফল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু দেখতে পাচ্ছি সবই গাছের অবদান। গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে যে পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করি ঠিক সেই পরিমাণ মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন-ডাই-অক্সাইড শুষে নেয় গাছ। সবুজ বৃক্ষের সমারোহ মানুষের দৃষ্টিশক্তিকে আরও প্রখর করে। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে দেশে চলছে গাছ কেটে সৌন্দর্য বৃদ্ধির হিড়িক। এই উন্নয়ন বা সৌন্দর্য বৃদ্ধির নামে হরদম কাটা হচ্ছে গাছপালা। মানছে না কেউ নিয়ম-নীতি। তাই পরিবেশ আজ গভীর সংকটের মুখে। পৃথিবীতে চলছে জলবায়ুর অস্বাভাবিক তারতম্য। শীত কালে অত্যধিক শীত আর গরমের সময় অতিরিক্ত তাপমাত্রা। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশ বিপর্যয়ের কারণ হিসেবে বনভূমি উজাড়, বন্য প্রাণীর বিলুপ্তিসহ অপরিকল্পিত নগরায়ণ, শিল্প-কারখানার দূষণকে দায়ী করা হয়ে থাকে। এই মহা সংকট থেকে পরিবেশকে বাঁচাতে পারে গাছপালা। এটা কারোই অজানা নয়। কিন্তু তারপরও থেমে নেই এই পরিবেশ বান্ধব, মানুষের পরম বন্ধু গাছ কাটা। সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানের অনেক গাছই কেটে ফেলা হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। পরিবেশবাদীরাও প্রতিবাদ করছেন। তবে, গাছ কাটা থেমে নেই। এই উদ্যানের হাঁটার পথ বা ওয়াকওয়ে ও দর্শনার্থীদের খাবারের জন্য রেস্টুরেন্ট তৈরি করার জন্য কাটা হচ্ছে অনেক গাছ। যা কিনা পুরোটাই অযৌক্তিক। কেননা দর্শনার্থীরা এই উদ্যানে প্রবেশ করে পরিবেশের সান্নিধ্যে আসতে, আর এখানেই যদি গাছ কাটা হয় তাহলে এই উদ্যানের প্রধান দিকটিই নষ্ট হয়ে যায়। একটি দেশের বনভূমির পরিমাণ ২৫ শতাংশ থাকতে হয়। কিন্তু বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ। যা একটি দেশের জন্য আশঙ্কাজনক। এক গবেষণায় দেখা যায়, একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিঃশ্বাসের মাধ্যমে গড়ে প্রতি মিনিটে সাত থেকে আট লিটার বাতাস নেন। এর মধ্যে থেকে ফুসফুস কেবল পাঁচ শতাংশ বিশুদ্ধ অক্সিজেন ছেঁকে নেয় হৃৎপি-ে। একজন মানুষের প্রতিদিন ৫৫০ লিটার বিশুদ্ধ অক্সিজেনের প্রয়োজন হয়। এই অক্সিজেনের উৎস প্রকৃতিতে থাকা পরিবেশবান্ধব গাছ। কিন্তু এই গাছের অভাবে দিনেদিনে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, এতে করে মানুষ ফুসফুসের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ছে। যুগের আবর্তনে শহরায়ন-নগরায়ণ হবে, জনগণের চাহিদামাফিক উন্নয়ন হবে। তাই বলে গাছ কেটে কোনো উন্নয়ন করা যাবে না, প্রাণের অস্তিত্বের জন্য গাছপালার কোনো বিকল্প নেই। তাই একটি গাছ কাটলে দশটি গাছ রোপণ করতে হবে। তাই রাজধানীসহ দেশের যেকোনো অঞ্চলে গাছ কাটা বন্ধসহ পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি মানুষকে জোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।