সম্পাদকীয়

স্বাস্থ্যখাতে অনিয়ম বন্ধ হোক

শিশু আয়ানের মৃত্যু

খতনার সময় শিশু আয়ানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে গত সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ শিশু আয়ানের মৃত্যুর কারণ অনুসন্ধান করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আয়ানের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গত ৯ জানুয়ারি রাজধানীর বাড্ডার সাঁতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করার সময় মারা যায় শিশু আয়ান। ঘটনাটি সারা দেশে আলোড়ন তুললে নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদফতর। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার এক বিজ্ঞপ্তিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় জানানো হয়, পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুতে তার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে অধিদফতরের পরিচালকের নেতৃত্বে ১০ জানুয়ারি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হয়। এরপর অত্র দফতরের অনলাইন ডেটাবেজ পর্যালোচনা এবং পরিদর্শনকালে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড সিটি, সাঁতারকুল, বাড্ডা, ঢাকা নামে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদফতরের কাছে নিবন্ধন বা লাইসেন্স প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করেনি। প্রতিষ্ঠানটি কোনো ধরনের আইনি নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই চিকিৎসাসেবা দিয়ে আসছে, যা সরকারের প্রচলিত আইনের পরিপন্থি। দেশের স্বাস্থ্যব্যবস্থায় কী ধরনের যথেচ্ছতা বিরাজ করছে তার প্রমাণ কোনো অনুমোদন ছাড়াই মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনার ঘটনা। এ ঘটনা দেশের স্বাস্থ্যব্যবস্থার হতশ্রী অবস্থা তুলে ধরেছে। আমরা আশা করব, খতনার নামে শিশু হত্যার ঘটনার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা এবং আয়ানের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, দেশের চিকিৎসা ব্যবস্থায় অসঙ্গতিগুলো দূর করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। দেশের প্রত্যেক হাসপাতাল-ক্লিনিকে অভিযান ও নজরদারি বাড়তে হবে। আমরা চাই, সরকার এ বিষয়ে উদ্যোগী হবে। যেহেতু আরও পাঁচ বছরের জন্য সরকার গঠন করেছে আওয়ামী লীগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন মন্ত্রীও শপথ নিয়েছেন, যিনি একজন স্বনামধন্য চিকিৎসাক, আমরা চাইব, স্বাস্থ্যখাতে অনিয়মের বিষয়টি তিনি গুরুত্বসহকারে দেখবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button