সম্পাদকীয়

মানুষ বাঁচাতে পরিবেশ রক্ষা জরুরি

দূষণজনিত কারণে মৃত্যু

বাংলাদেশের পরিবেশ দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি বিশ্বব্যাংকের ‘দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস (সিইএ)’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের অকাল মৃত্যু ঘটছে। বায়ুদূষণ, অনিরাপদ পানি, নি¤œমানের স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) এবং সিসা দূষণে এ মৃত্যু হচ্ছে। পরিবেশগত কারণে ক্ষতির পরিমাণ দেশের ২০১৯ সালের জিডিপির ১৭ দশমিক ৬ শতাংশের সমপরিমাণ। ঘরের ও বাইরের বায়ুদূষণ সবচেয়ে ক্ষতিকর প্রভাব ফেলে স্বাস্থ্যের ওপর, যা ৫৫ শতাংশ অকালমৃত্যুর জন্য দায়ী। এটি ২০১৯ সালের জিডিপির ৮ দশমিক ৩২ শতাংশের সমপরিমাণ। দূষণের কারণে শুধু মানুষের প্রাণহানিই নয়, অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে। দূষণের নেতিবাচক প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে উন্নত বিশ্ব নানা ধরনের উদ্যোগ নিচ্ছে; অথচ এক্ষেত্রে আমাদের অবস্থান একদম তলানিতে। সবশেষ প্রকাশিত এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্সে দূষণ রোধের অগ্রগতি সূচকে তলানির দিক থেকে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ। এতেই প্রতীয়মান হয়, উন্নয়ন ও পরিবেশকে সমান গুরুত্ব দিতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। ভুলে গেলে চলবে না, পরিবেশ দূষণ শিশুদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। সিসার বিষক্রিয়া শিশুদের মস্তিষ্কের বিকাশে অপরিবর্তনীয় ক্ষতি করছে। শিল্পের বর্জ্য, অনিয়ন্ত্রিত প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য ও অন্যান্য উৎস থেকে আসা অপরিশোধিত ময়লার কারণে দেশের নদীগুলোর পানির গুণগত মানের মারাত্মক অবনতি ঘটছে। এমন অবস্থায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের সময়োপযোগী পদক্ষেপ ও জরুরি হস্তক্ষেপ বাঞ্ছনীয়। পাশাপাশি উন্নত পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) ও সিসা দূষণ নিয়ন্ত্রণেও নিতে হবে কার্যকর পদক্ষেপ। সবুজ বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ বৃদ্ধি, রান্নায় সবুজ জ্বালানি ব্যবহার এবং শিল্পকারখানা থেকে দূষণ রোধে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। সময়মতো এবং সঠিক নীতি ও কার্যক্রমের মাধ্যমেই দেশের পরিবেশ দূষণের ধারা পালটে ফেলা সম্ভব। তাই পরিবেশ সুরক্ষায় সরকারকে প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ ও প্রণোদনামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি দূষণ সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতে হবে। জনগণ সচেতন হলে দূষণের মাত্রা অনেকটাই কমিয়ে আনা যাবে, একথা বলাই বাহুল্য। আমাদের মনে রাখতে হবে, বাঁচার জন্য সুন্দর ও দূষণমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই। তাই মানুষ বাঁচাতে হলে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button