সম্পাদকীয়

অনিয়ম বন্ধ করুন

পুঁজিবাজার

দেশের পুঁজিবাজারে অনেক অনিয়মের কথা জানা যায়। সম্প্রতি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জনবল নিয়োগে ভয়ংকর জালিয়াতির খবর প্রকাশ পেয়েছে। জানা যায়, মহামারি করোনার কারণে সরকারি নির্দেশে যখন দেশব্যাপী লকডাউন চলছিল, তখন তড়িঘড়ি করে এই নিয়োগ চূড়ান্ত করা হয়। বিপুলসংখ্যক এ নিয়োগে বিদ্যমান আইন, বিধিমালা ও সরকারি আদেশের তোয়াক্কা করা হয়নি। সরকারি নির্দেশনাও আমলে নেয়নি কমিশন। জানা যায়, বিএসইসির চেয়ারম্যানের ঘনিষ্ঠ এবং বিভিন্নভাবে শেয়ারবাজার থেকে সুবিধাভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির দুজন অধ্যাপকের মাধ্যমে সম্পন্ন করা হয় এ নিয়োগ প্রক্রিয়া। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষার উত্তরপত্রও কমিশনে আসেনি। অবশ্য এ দুজন শিক্ষককে পরবর্তী সময়ে শেয়ারবাজার সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্বও দেওয়া হয়। তাদের একজনের বিরুদ্ধে বেআইনিভাবে শেয়ার লেনদেনের খবর গণমাধ্যমে প্রকাশের পর সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এ ছাড়া পদোন্নতি ও পদ পরিবর্তনের ক্ষেত্রেও সরকারি নির্দেশনা কমিশন মেনে চলে না বলে অভিযোগ উঠেছে। নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের ঘটনাটি সত্য হলে সংস্থাটির অভ্যন্তরীণ সুশাসন ও শৃঙ্খলার বিষয়টি যে প্রশ্নবিদ্ধ হবে, তা বলাই বাহুল্য। বিএসইসির নিয়োগ ও পদোন্নতির জন্য স্বভাবতই আলাদা বিধিমালা আছে। তাদের অবশ্যই সেটা মেনে চলা উচিত। কারণ একটি প্রতিষ্ঠান কতটা দক্ষতার সঙ্গে কাজ করবে, তা অনেকটা নির্ভর করে অভ্যন্তরীণ সুশাসন ও শৃঙ্খলার ওপর। বিএসইসির মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি আরও বেশি প্রযোজ্য। এ ধরনের প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করতে তদন্তের মাধ্যমে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি আমরা। ভুলে গেলে চলবে না, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অনেকেই তাদের কষ্টার্জিত অর্থ লগ্নি করেন। স্টক এক্সচেঞ্জে লেনদেনের প্রভাব জাতীয় অর্থনীতিতেও পড়ে। তাই এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিতের কোনো বিকল্প নেই। সুষ্ঠু তদন্ত ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নির্মূলের মাধ্যমে বিএসইসির প্রশাসনিক ব্যবস্থা, পদোন্নতি, পদায়ন ও দায়িত্ব বণ্টন প্রক্রিয়া সুশৃঙ্খল করতে হবে। আমরা আশা করি পুঁজিবাজারে অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button