সম্পাদকীয়

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত হোক

ব্যবসার হালচাল মন্দ

ব্যবসার পরিবেশের ওপর দেশের অনেক কিছু নির্ভর করে। বিগত সরকারের আমলে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার নানা আশ্বাস দিয়েছিল। কিন্তু দেশে কাক্সিক্ষত মাত্রায় বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হয়নি। এর বড় এক কারণ ছিল ব্যাংক খাতের বিশৃঙ্খলা। কাজেই দেশের অর্থনীতির স্বার্থে সবার আগে ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা বলছেন, তারা ব্যবসার পরিবেশের দ্রুত উন্নতি চান। সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলের অস্থিরতা নিয়েও তারা উদ্বিগ্ন। শিল্পাঞ্চলে নিরাপত্তা, নীতিমালা সংস্কার এবং সুদের হার কমানোর দাবিও জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের ভাষ্য, কোভিড-পরবর্তী সময় থেকেই দেশের বিনিয়োগকারীদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে শিল্প-কারখানায় অসন্তোষ উদ্যোক্তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বস্তুত উচ্চমূল্যস্ফীতিসহ নানা কারণে ভোক্তাদের চাহিদা কমছে। তারল্য সংকট, ডলার সংকটসহ বিভিন্ন সংকট দেশের অর্থনীতিতে নানা মাত্রায় প্রভাব ফেলছে। এদিকে ঋণের উচ্চ সুদের হার নিয়ে উদ্যোক্তারা বিশেষভাবে চিন্তিত। ব্যবসায়ী ও উদ্যোক্তারা মনে করেন, সুদের হার কমাতে সরকারকে উদ্যোগী হতে হবে। বস্তুত ঋণখেলাপি সংস্কৃতি, অর্থ পাচারের কারণে দেশের ব্যাংক খাত বিশেষভাবে রুগ্ন হয়ে পড়েছে। কাজেই খেলাপি ঋণ আদায়ে এবং অর্থ পাচার রোধে কর্তৃপক্ষকে জোরালো পদক্ষেপ নিতে হবে। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার কারণে যাতে বিনিয়োগ বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার জন্য যা যা করণীয় সবই করতে হবে। দেশের অর্থনীতির স্বার্থে এমন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, যাতে ব্যাংকের ভালো গ্রাহকরা পুরস্কৃত হবেন এবং খারাপ গ্রাহকরা দ-িত হবেন। ব্যাংক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হলে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়ন করা সহজ হয়। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এসব কারণে পণ্যের উৎপাদন খরচ বাড়ে। পণ্যের উৎপাদন খরচ বাড়লে দেশীয় বিনিয়োগকারীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। কাজেই দেশের সব স্তরে সব ধরনের অনিয়ম বন্ধ করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। উদ্যোক্তারা যাতে আগ্রহসহ বিনিয়োগ করতে এগিয়ে আসেন দেশে তেমন পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা আশা করি, সব বাধা দূর করে দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button