সম্পাদকীয়

শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ জরুরি

সড়ক দুর্ঘটনায় মৃত্যু

এমন কোনো দিন নেই, যেদিন দেশে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটে না। মূলত, অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরেই দেশের প্রধান সড়কগুলো মৃত্যুকূপে পরিণত হয়ে রয়েছে। বস্তুত, চালক ও যাত্রী উভয়ের অসচেতনতা, নিয়ম পালনে অনীহার কারণে সড়কে যে শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে, তারই বলি হতে হচ্ছে সবাইকে। এসব মৃত্যু আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, সড়কে শৃঙ্খলা না ফেরাতে পারলে এ পরিণতি আমাদের যে কারও হতে পারে। পরিতাপের বিষয়, পরিবহণ মালিক-শ্রমিক, যাত্রী থেকে শুরু করে কর্তৃপক্ষের কেউ-ই বিষয়টিকে তেমন একটা আমলে নিচ্ছেন না। ফলে সড়কে মৃত্যু থামছে না। অমূল্য জীবন ঝরে যাচ্ছে, স্বজনরা হারাচ্ছেন তার প্রিয়জনকে। রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কগুলোয় যানবাহন চলাচলে আদতে কোনো শৃঙ্খলা না থাকার কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিষয়টি আমরা সবাই জানি; কিন্তু নিজেরাও মানি না, কর্তৃপক্ষকেও উদ্যোগী হতে দেখি না। এর ওপর সড়ক-মহাসড়কে নতুন সমস্যা হিসাবে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত রিকশা। বেপরোয়া গতির এ যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনার সংখ্যা আরও বেড়েছে। অবশ্য কোথাও কোথাও সড়কে শৃঙ্খলা ফেরাতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে ট্রাফিক পুলিশ। মামলা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, চলছে ডাম্পিং, রেকারিং। কিন্তু সাধারণ চালক-যাত্রীর নিয়ম না মানার মনোভাব আর কর্তৃপক্ষের সার্বিক প্রচেষ্টার অভাবে কিছুতেই যেন কিছু হচ্ছে না। এ অবস্থা যে চলতে পারে না, তা বলাই বাহুল্য। বিগত সরকারের আমলে বিআরটিএসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর অনিয়ম-দুর্নীতির কথা আর নতুন করে বলার নেই। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নানা খাতে সংস্কারকার্য শুরু করেছে। এমন অবস্থায় পরিবহণ খাতে নৈরাজ্য বন্ধ, সড়কে মেয়াদোত্তীর্ণ ও ত্রুটিমুক্ত যানবাহন তুলে দিয়ে মানসম্মত যানবাহন নামাতে পরিবহণ মালিকদের বাধ্য করা, চালকসহ সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণ ও পরীক্ষার মাধ্যমে কাজের অনুমতি প্রদান, যাত্রীসাধারণকে সড়কে সঠিকভাবে চলাচলে বাধ্য করা; ব্যত্যয় ঘটলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার মতো বিষয়গুলো এখন সময়ের দাবি। আমরা দেখার অপেক্ষায় আছি, রাজধানীসহ দেশের সড়কগুলোয় যে অব্যবস্থাপনা বিরাজমান, কত দ্রুত এ বিশৃঙ্খল পরিস্থিতির উন্নতি ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button