অবৈধভাবে বিদেশিদের অবস্থানের বিরুদ্ধে ব্যবস্থা নিন

দেশে কর্মসংস্থানের এমন সংকটের মধ্যেও কয়েক লাখ বিদেশি বাংলাদেশে কাজ করছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। আর তাদের একটি বড় অংশই এখানে থাকছে এবং কাজ করছে অবৈধভাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা মূলত অবৈধভাবে এ দেশে কাজ করছেন। অধিকাংশ বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে টুরিস্ট ভিসা ব্যবহার করেন। এরপর অনেকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। বিদেশিদের বৈধ হওয়ার আহ্বান জানিয়ে গত বছরের ৮ ও ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই দফায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করে বৈধতা অর্জনের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে অবৈধ বিদেশি নাগরিক ছিল ৪৯ হাজার ২৬৬ জন। এর মধ্যে গত ১৪ জানুয়ারি পর্যন্ত ১৫ হাজার ৬১৮ জন বৈধ হয়েছে এবং ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তখনো ৩৩ হাজার ৬৪৮ জন বাকি ছিল। পরবর্তী ১৭ দিনে আরো কয়েক হাজার বৈধ হয়েছে। জানা যায়, এখনো বেশ কয়েক হাজার অবৈধভাবে অবস্থান করছে। সরকারের কাছে এক লাখ ২০ হাজার বিদেশি নাগরিকের তথ্য রয়েছে। তবে প্রকৃত সংখ্যা চার-পাঁচ লাখের মতো হবে বলে জানা গেছে, যাদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যাই বেশি। বিদেশি এসব নাগরিকের অনেকে নানা অপরাধের সঙ্গে জড়াচ্ছেন বলে জানা গেছে। দেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের অনেকেই মাদক ব্যবসা, উপহারের নামে প্রতারণা, হেরোইন, ব্যাংকের এটিএম বুথে জালিয়াতি, বিভিন্ন দেশের জাল মুদ্রার কারবার, অবৈধ ভিওআইপি ব্যবসা, সোনা চোরাচালান, অনলাইনে ক্যাসিনো, মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধীচক্রের সঙ্গে জড়িত। আবার কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে কর ফাঁকি দিয়ে উপার্জিত অর্থ হুন্ডির মাধ্যমে নিজের দেশে পাচার করে নিয়ে যান বলে জানা গেছে। এ বিষয়ে সরকারকে আরও কঠোর হতে হবে। কারণ, উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি নাগরিক অবৈধভাবে এ দেশে কাজ করায় একদিকে দেশের যুবশক্তি কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। আয়কর অধ্যাদেশে অবৈধভাবে বিদেশিদের নিয়োগ দিলে নিয়োগদাতাকে সর্বনি¤œ তিন মাস থেকে সর্বোচ্চ তিন বছরের কারাদ- অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক দ- বা উভয় দ-ের বিধান আছে। এ আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।