রঞ্জিত রক্ত, অর্জিত ভোর

ময়নুল ইসলাম শাহ্
রক্তে রাঙা প্রভাত দেখেছে মাতৃভূমি,
যেখানে জাগে লাল-সবুজের পতাকার ঝঙ্কার,
ভোরের মিষ্টি আলো ছুঁয়ে যায় মানুষের মুখ,
প্রতিটি নিঃশ^াসে বাজে বিজয়ের অহঙ্কার।
নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম অঙ্কুরিত করে
চেতনার প্রস্ফুটন, স্বপ্নের পথ করে প্রশস্ত,
এক সাগর বেদনার ¯্রােত বহে যায় শিরায়,
তবু নতুন সূর্যোদয় আহ্বানে আমরা আশ^স্ত।
নতুন সূর্যোদয়ে জেগে ওঠে নতুন দেশ,
স্বাধীনতার ব্যঞ্জনায় মানুষ পায় প্রত্যয়,
ঘরে ঘরে জয়ের উদ্দীপনা, পূর্ণ হয় স্বপ্ন,
সীমানা ছাড়িয়ে যায় বাংলাদেশের অভ্যুদ্বয় ।
পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল,
লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা,
সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে,
শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা।
অর্জিত স্বাধীনতা কেবল একটি ঘটনা নয়,
জীবনধারার প্রাত্যহিকতায় মুক্তির আবেশ
দায়িত্ব এদেশের প্রতিটি সন্তানের কাঁধে,
আগামী দিনে গড়তে হবে সোনার বাংলাদেশ।
ইতিহাসের পাতায় উজ্জ্বল স্বাধীনতার স্মৃতি,
সেই প্রেরণায় লিখি জাতির গৌরবগাঁথা,
এক পতাকায় এক হয়ে থাকি আমরা সবাই,
বাংলার গৌরব অক্ষুণ্ণ রেখো, হে বিধাতা।