রাজবাড়ী পৌরসভার সড়ক সংকট: অবহেলা, অযোগ্যতা না অব্যবস্থাপনার ফল?

রাজবাড়ী পৌরসভা যেন এখন এক দুর্ভোগের নাম। একসময় শহরের প্রাণ ছিল যে সড়কগুলো, আজ তা মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে। খানাখন্দে ভরা, বৃষ্টির পানিতে নিমজ্জিত এসব রাস্তায় চলতে গিয়ে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে পণ্য, আহত হচ্ছেন সাধারণ মানুষ। অথচ দীর্ঘ আট বছর ধরে কোনো টেকসই সংস্কার হয়নি এসব সড়কে। দৈনিক প্রকাশিত তথ্য অনুযায়ী, পৌর এলাকার ১০৮ কিলোমিটার সড়কের অধিকাংশই বর্তমানে চলাচলের অযোগ্য। ২০১৬ সালের ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় কিছু রাস্তার সংস্কার হয়েছিল, তারপর থেকে আর কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। রেলগেট থেকে নূরপুর, জেলা সদর হাসপাতাল সড়ক, বিনোদপুর, সোনাকন্দর, ভাবানিপুরসহ বিভিন্ন ওয়ার্ডে রাস্তার বেহাল দশা। গর্তে জমে থাকা পানিতে প্রতিনিয়ত উল্টে যাচ্ছে ইজিবাইক ও রিকশা। সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন হাসপাতালে যাওয়া রোগী ও স্বজনরা। এই চিত্র শুধু নাগরিক ভোগান্তির গল্প নয়; এটি প্রশাসনিক ব্যর্থতার একটি প্রামাণ্য দলিলও বটে। স্থানীয় ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ছেন, রোগীরা ঝুঁকিতে পড়ছেন, আর সাধারণ পথচারীরা আতঙ্কে চলাফেরা করছেন। দীর্ঘমেয়াদি অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব, এবং স্থানীয় সরকারের কার্যকর নীতিমালার অনুপস্থিতিই এই পরিস্থিতির জন্য দায়ী। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্যাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এই “জানানো” আর “প্রক্রিয়াধীন” কথাগুলোর আড়ালে বছরের পর বছর জনগণের দুর্ভোগ চাপা পড়ে যায়। বর্ষাকাল আসলেই যেন রাজবাড়ীবাসীর দুর্ভোগ দ্বিগুণ হয়। অথচ শহর ব্যবস্থাপনার মূল ভিত্তি হলো রাস্তাঘাট ও বর্জ্য ব্যবস্থাপনা। এই দুই জায়গায় ব্যর্থতা মানেই নাগরিক জীবনের স্থবিরতা। প্রশ্ন হলো, এর সমাধান কোথায়? রাজবাড়ী পৌরসভাকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোর জরুরি তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কাজ শুরু করতে হবে। দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের জন্য নতুন করে প্রকল্প গ্রহণ এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা আনতে হবে-সংসদ সদস্য, পৌর মেয়র ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ ছাড়া এটি সম্ভব নয়। অবশ্যই, অস্থায়ী মেরামতের নামে দায়সারা কাজ যেন না হয়, তা তদারক করতে হবে। রাজবাড়ীর সড়ক শুধু একটি শহরের সমস্যা নয়, এটি সেখানকার মানুষের জীবনমান, অর্থনীতি ও নাগরিক নিরাপত্তার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে অবহেলিত এই শহর মেরামতের এখনি উপযুক্ত সময়।