সম্পাদকীয়

সাতমসজিদ রোড: উন্নয়নের আড়ালে বিশৃঙ্খলা

রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক সাতমসজিদ রোড দিন দিন পরিণত হচ্ছে বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে। দৈনিক প্রকাশিত খবর থেকে জানা যায়, সীমান্ত স্কয়ার শপিংমলের সামনের ফুটপাথসহ আশপাশের জায়গাগুলো এখন খাবারের দোকান ও ভ্যানগাড়ির দখলে। পথচারীরা ফুটপাথ ব্যবহার করতে না পেরে বাধ্য হচ্ছেন মূল সড়কে হাঁটতে। এর ফলে যানজট বাড়ছে, দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এসব দোকানের ফেলে দেওয়া আবর্জনা ধানমন্ডি লেকসহ আশপাশের পরিবেশকে দূষিত করছে। সড়কের দুই পাশে টাইলস ভেঙে গেছে, অল্প বৃষ্টিতেই পানি জমে তৈরি হচ্ছে জনভোগান্তি। নির্মাণসামগ্রী ফেলে রাখা, অনিয়মিত গাড়ি পার্কিং এবং অপরিকল্পিত সড়ক বিভাজক এই সমস্যাকে আরও জটিল করছে। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও তা কোনো স্থায়ী সমাধান আনতে পারছে না। কয়েক দিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসে। এতে বোঝা যায়, সমস্যা কেবল ফুটপাত দখল নয়; মূল সমস্যা হলো শহর ব্যবস্থাপনায় ধারাবাহিকতা ও কঠোর নজরদারির অভাব। একসময় এই সড়কে বড় বড় গাছ ছিল, যা শুধু সৌন্দর্যই নয়, পরিবেশের ভারসাম্যও বজায় রাখত। সেগুলো কেটে ছোট গাছ লাগানো হলেও তা আগের পরিবেশ ফিরিয়ে দিতে পারছে না। অন্যদিকে যাত্রী ও পথচারীদের মৌলিক প্রয়োজন-নিরাপদ হাঁটা ও সহজ রাস্তা পারাপার-সেটিই আজ উপেক্ষিত। শহরের প্রাণশক্তি হলো এর রাস্তা ও ফুটপাথ। যদি সেগুলো বাণিজ্যের কবলে পড়ে, পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হয় এবং মানুষ হাঁটার জায়গা না পায়, তবে নগরায়ন নয়, তৈরি হবে অরাজকতা। সাতমসজিদ রোডের বর্তমান পরিস্থিতি সেই অরাজকতার প্রতিচ্ছবি। এখন জরুরি হলো-অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাথ সংস্কার, পরিবেশ সংরক্ষণ এবং আইন প্রয়োগে স্থায়ী ব্যবস্থা গ্রহণ। তা না হলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়বে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button