সম্পাদকীয়

জনসচেতনতা জরুরি

বেড়েছে গুজব

দেশে গুজব-অপপ্রচার বেড়েছে। তথ্যপ্রযুক্তির বিপ্লব এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত প্রসারণের ফলে অপতথ্যের একটি সংস্কৃতি জন্ম হয়েছে। এ অপতথ্য-সংস্কৃতি প্রবল শক্তিশালী; সেটি ছড়ানো অপতথ্য দিনকে রাত করে দেয়, সত্যকে মিথ্যা বানিয়ে দেয়, নিশ্চিত বিষয়কে অনিশ্চিত করে দেয়। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, মূলধারার গণমাধ্যম ব্যবহার করেও অনেক সময় গুজব ছড়ানো হয়। গুজবের ব্যাপকতা শুধু এখনই নয়, বিভিন্ন সময়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ার ঘটনা আমরা দেখেছি। সাধারণত বিশেষ বিশেষ সময় বা ঘটনার পরিপ্রেক্ষিতে গুজবের মাত্রা বেড়ে যায়। গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশে একটি বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। নানা কারণে তৈরি হচ্ছে অস্থিরতা। ফলে গুজব সৃষ্টির আবহ এখানে বিদ্যমান। সহজেই গুজব ছড়িয়ে পড়তে পারে। আবার কোনো কোনো মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দিতে পারে গুজব। এ বাস্তবতায় গুজব সম্পর্কে সবারই সতর্ক থাকা প্রয়োজন। মনে রাখতে হবে, গুজবে প্রকৃত তথ্য উধাও হয়ে যায়। এ থেকে ফায়দা নেয় সুযোগসন্ধানীরা। গুজব ছড়ানোর মোক্ষম অস্ত্র হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। এর মাধ্যমে মুহূর্তেই কোটি কোটি মানুষের মধ্যে হীন রাজনৈতিক উদ্দেশ্যে গুজব ছড়িয়ে দেওয়া সম্ভব। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র চলছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পলাতক নেতারা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছেন বলে তথ্য রয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জনপ্রিয় গণমাধ্যম এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে গুজব ছড়ানোর চেষ্টা দেখা গেছে। গুজবকে বিশ্বাসযোগ্য করতেই এমনটি করা হয়ে থাকে। এভাবে যারা গুজব ছড়ায়, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি। কারণ গুজব জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, যার ফল অনেক সময় গুরুতর হতে পারে। এসব কারণে গুজবের বিষয়ে সবাইকেই সজাগ থাকতে হবে। যেসব কথা বা আচরণে গুজব সৃষ্টি হতে পারে, সেসব থেকে বিরত থাকতে হবে। এ কথা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো কোনো উপদেষ্টার কথাবার্তা ও কর্মকা-ে সরকারের ভেতর সমন্বয়হীনতা প্রকাশ পাচ্ছে। এ পরিস্থিতিও গুজব সৃষ্টির কারণ হতে পারে। রাজনৈতিক দলের নেতাদেরও এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টি হলে -সেটি কারও জন্যই ভালো হবে না। তাই গুজব সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button