সম্পাদকীয়

সাত দশকের শিক্ষাপ্রতিষ্ঠান, তবু বহুতল ভবনহীন: অবহেলার দায় কার?

ত্রিশালের বাগান ইসলামিয়া আলিম মাদরাসা-৭০ বছরের ঐতিহ্য বহনকারী এ প্রতিষ্ঠান আজও আধুনিক অবকাঠামোর ছোঁয়া থেকে বঞ্চিত। পত্রপত্রিকায় প্রকাশিত খবরাখবর থেকে জানা যায়, ১৯৫৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এ মাদরাসা শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও একটি বহুতল ভবনের বরাদ্দ পায়নি। ফলাফল সন্তোষজনক হওয়া সত্ত্বেও ৬ শতাধিক শিক্ষার্থীকে জরাজীর্ণ ভবনে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। শিক্ষার্থীদের সাক্ষাৎকার থেকে পরিষ্কার, তাদের দুর্ভোগ কেবল ক্লাসরুম সংকটেই সীমাবদ্ধ নয়। আলাদা কমনরুম নেই মেয়েদের জন্য, নেই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা কিংবা পর্যাপ্ত নামাজ ও অজুখানা। এমনকি হালকা বৃষ্টিতেই পানি পড়া ও ভারী বর্ষণে ক্লাসরুমে জলাবদ্ধতা হয়ে পড়াশোনাকে প্রায় অসম্ভব করে তোলে। পাবলিক পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত এ প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি জাতীয় শিক্ষাব্যবস্থার জন্য বিব্রতকর। অধ্যক্ষসহ শিক্ষকরা বারবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে বহুতল ভবনের আবেদন করেছেন। কিন্তু এত দীর্ঘ সময়েও সাড়া মেলেনি। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তারা সমস্যার স্বীকৃতি দিলেও বাস্তব অগ্রগতি নেই। শিক্ষার মানোন্নয়ন ও জনসম্পৃক্ততার স্বার্থে অবিলম্বে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। শিক্ষা জাতির মেরুদ-, অথচ অবহেলার কারণে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মেরুদ-ই ভেঙে পড়ছে। সরকারের দ্রুত পদক্ষেপ না এলে শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎ নয়, ত্রিশাল অঞ্চলের সামগ্রিক শিক্ষা-অগ্রযাত্রাই ব্যাহত হবে। এখন প্রশ্ন হলো-কত বছর অপেক্ষার পর একটি বহুতল ভবন পাবে বাগান ইসলামিয়া আলিম মাদরাসা?

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button