সম্পাদকীয়

ব্যবসা ও শিল্প খাতকে গুরুত্ব দিতে হবে

করব্যবস্থা নিয়ে অভিযোগ

করব্যবস্থা নিয়ে নানাা ধরনের অভিযোগ ব্যবসায়ীদের। কাস্টমস থেকে শুরু করে বন্দর, এমনকি মাঠ পর্যায়ের রাজস্ব কর্মকর্তাদের পর্যন্ত অসংখ্য অনিয়ম তাঁদের ক্ষতিগ্রস্ত করছে। এতে দেশের বাণিজ্য পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিনিয়োগের অনুকূল আবহ তৈরি হতে পারছে না। সম্প্রতি একটি অনুষ্ঠানে ব্যবসায়ীরা কিছু অভিযোগ তুলেছেন, সেগুলো কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি করকাঠামোর গভীরে লুকিয়ে থাকা দীর্ঘদিনের সমস্যার চিত্র। অগ্রিম আয়কর (এআইটি) সমন্বয় না হওয়া, অপ্রয়োজনীয় মামলায় জড়িয়ে পড়া, কাস্টমসে হয়রানি এবং বন্ডের কাঁচামাল খালাসে জটিলতার মতো সমস্যাগুলো প্রতিদিন ব্যবসায়ীদের ভোগান্তি বাড়াচ্ছে। বিশেষ করে ছোট ও মাঝারি আকারের ব্যবসায়ীদের জন্য উচ্চ টার্নওভার কর যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। যখন একটি শিল্পকে বিকশিত হতে দেওয়ার পরিবর্তে হয়রানির জালে আটকে রাখা হয়, তখন তা কেবল সেই শিল্পের ক্ষতি করে না, বরং দেশের অর্থনীতির সামগ্রিক সম্ভাবনা ও সক্ষমতাকেও দুর্বল করে দেয়। এনবিআর চেয়ারম্যান অভিযোগ স্বীকার করে কিছু কাঠামোগত সংস্কারের আশ্বাস দিয়েছেন। করপোরেট কর রিটার্ন অনলাইনে জমা দেওয়ার সুযোগ, বন্ড প্রক্রিয়ার স্বয়ংক্রিয়করণ কিংবা নন-বন্ডেড রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কাঁচামাল ছাড়ের সুযোগ- এসব উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। তবে কেবল ঘোষণায় সীমাবদ্ধ না থেকে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা যে বিষয়টি জোর দিয়ে বলেছেন, তা হলো কর মওকুফ নয়, বরং ন্যায্য সেবা ও সুবিচার। তাঁরা কর দিতে আপত্তি করছেন না, কিন্তু বিনিময়ে হয়রানি চান না। রাষ্ট্রেরও উচিত রাজস্ব কর্মকর্তাদের ওপর কড়া নজরদারি প্রতিষ্ঠা করা, যাতে ক্ষমতার অপব্যবহার না ঘটে। এনবিআর যদি কর্মকর্তাদের কর্মক্ষমতার হিসাব রাখার পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে তা জবাবদিহি প্রতিষ্ঠায় সহায়ক হবে। বিনিয়োগ আকর্ষণ ও রপ্তানি বাড়াতে হলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। অতএব করব্যবস্থা সংস্কারে গতি আনতে হবে, আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে হবে এবং রাজস্ব কর্মকর্তাদের মধ্যে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। কেবল রাজস্ব বৃদ্ধিই লক্ষ্য হওয়া উচিত নয়, বরং ব্যবসা ও শিল্প খাতের সুষ্ঠু বিকাশকে সমান্তরালভাবে গুরুত্ব দিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button