সম্পাদকীয়

নগরজীবনে নিরাপত্তাহীনতার ছায়া

রাজধানী ঢাকায় অপরাধপ্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে, বিশেষ করে খুনোখুনির ঘটনায়। সদ্য ঘটে যাওয়া একাধিক হত্যাকা- আমাদের সামনে নগরজীবনের এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে। গেন্ডারিয়ায় আরিফুল ইসলাম বাবুর, মোহাম্মদপুরে ফজলে রাব্বি সুমনের, ডেমরায় মো. সোয়াদুল ইসলাম সোয়াদের, আদাবরে ইব্রাহিম ও মোহাম্মদপুরে আল-আমিনের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একটি বিস্তৃত সামাজিক নিরাপত্তাহীনতার ইঙ্গিত দেয়। প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসেই রাজধানীতে খুনের শিকার হয়েছেন ২১৭ জন। অর্থাৎ, প্রতিদিন গড়ে একজনের বেশি মানুষ হত্যা হচ্ছেন। এর মধ্যে রয়েছে ছিনতাই, পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা সামান্য কথাকাটাকাটির মতো ঘটনা। এই প্রবণতা শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য নয়, সমাজের প্রতিটি নাগরিকের জন্যই গভীর উদ্বেগের বিষয়। বিশ্লেষকরা বলছেন, এসব হত্যাকা-ের পেছনে মূলত সামাজিক অবক্ষয়, বিচারহীনতার সংস্কৃতি ও পুনরাবৃত্ত অপরাধ প্রবণতাই দায়ী। অপরাধীরা একবার গ্রেপ্তার হলেও তারা জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে-এটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থার একটি দুর্বলতা স্পষ্ট করে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে, মামলা হচ্ছে, গ্রেপ্তারও করা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যায়-এসব ব্যবস্থা কি অপরাধপ্রবণতাকে প্রতিরোধে যথেষ্ট? সমাজবিজ্ঞানীরা বলছেন, শুধু পুলিশের তাৎক্ষণিক অভিযান নয়; অপরাধ দমন করতে হলে প্রয়োজন সমন্বিত কৌশল। এর মধ্যে রয়েছে কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্ত, অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোরও উচিত মানবিক মূল্যবোধ গড়ে তোলায় ভূমিকা রাখা। রাজধানীর বুকে এমন একের পর এক হত্যাকা- শুধু পরিবারের বুকেই শোক বইয়ে দেয় না; সামগ্রিকভাবে নাগরিকদের নিরাপত্তাবোধে চিড় ধরায়। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন কঠোর মনোভাব, কার্যকর আইন প্রয়োগ এবং সামাজিক মূল্যবোধ পুনর্গঠনের উদ্যোগ। নগরবাসীকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখনই জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নইলে প্রতিদিনই হয়তো আরেকটি মৃত্যু সংবাদ অপেক্ষা করবে শহরের কোনো এক অলিতে-গলিতে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button