সম্পাদকীয়

পানি সংকটে পাথরঘাটা: আশ^াসে নয়, সমাধানে চাই গতি

পাথরঘাটা-চারদিকে নদী ও সমুদ্রবেষ্টিত এই পৌর শহরে বিশুদ্ধ পানির সংকট যেন এক দীর্ঘস্থায়ী দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিগত ছয় মাস ধরে পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডে সাপ্লাই পানি সরবরাহ কার্যত বন্ধ। ছয়টি পাম্পের মধ্যে চারটি বিকল হয়ে থাকায় বাসিন্দারা সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছেন দূরবর্তী উৎস থেকে ক্রয়কৃত পানির ওপর। সংকটের মধ্যে সবচেয়ে অসহনীয় বিষয় হচ্ছে- পানি সরবরাহ না থাকা সত্ত্বেও নিয়মিত বিল আদায়। “বিল আছে, পানি নেই”- স্থানীয়দের এই ক্ষোভ শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্নও তোলে। সাগর ও নদীর পানিতে উচ্চমাত্রার লবণাক্ততার কারণে বিকল্প উৎস ব্যবহার অযোগ্য; তাই সাপ্লাই পানির বিকলতা সরাসরি জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। মানববন্ধন, পৌরসভা ঘেরাও- এমন নানা আন্দোলনের পরও কার্যকর পদক্ষেপের বাস্তবায়ন হয়নি। কর্তৃপক্ষের তরফে আশ^াস মিললেও সমাধান রয়ে গেছে অনিশ্চিত। বিল কমানোর প্রতিশ্রুতি ও প্রকল্প অনুমোদনের অপেক্ষা- এগুলো সমস্যার তাৎক্ষণিক সমাধান নয়, বরং দীর্ঘসূত্রতার আরেক উদাহরণ। একটি নগরসেবার মূল লক্ষ্য নাগরিকের মৌলিক চাহিদা পূরণ। পানি সরবরাহ ব্যাহত হলে তা শুধু দৈনন্দিন জীবন ব্যাহত করে না, জনস্বাস্থ্য, সামাজিক স্থিতি ও প্রশাসনিক আস্থাকেও ক্ষতিগ্রস্ত করে। তাই পাথরঘাটা পৌর কর্তৃপক্ষের উচিত অবিলম্বে বিকল পাম্প মেরামত, জরুরি বিকল্প সরবরাহ চালু এবং বিল আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। নদীমুখী এই শহরে বিশুদ্ধ পানির সংকট নিছক প্রযুক্তিগত নয়, এটি সুশাসনের পরীক্ষাও বটে। আর এই পরীক্ষায় পাস করার একমাত্র উপায় হলো- দ্রুত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button