সম্পাদকীয়

নিরাপত্তা, মানবাধিকার ও আইনের শাসন: চট্টগ্রামের নতুন সতর্ক সংকেত

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে মহানগর পুলিশের সতর্ক পদক্ষেপের মধ্যে নগরের মোড়ে মোড়ে তল্লাশি, বাড়ানো টহল এবং কনস্টেবলদের হাতে সাবমেশিনগান (এসএমজি) দেখা গেছে। পত্রপত্রিকায় প্রকাশিথ তথ্যেই পুলিমে ভাষ্য, এসব পদক্ষেপ মূলত অস্ত্রধারী সন্ত্রাসী বা নাশকতা রোধের জন্য, এবং সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য নেই। তবে, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই নির্দেশনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছে, বিচারবহির্ভূত হত্যার আশঙ্কা এমন নির্দেশনাই জন্ম দিতে পারে। বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ নাগরিকের জীবন ও আইনি সুরক্ষা নিশ্চিত করে। সন্দেহভাজন অপরাধীকেও আইনগত প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর অনুমতি গ্রহণযোগ্য নয়। সিএমপি কমিশনারের ব্যাখ্যা অনুযায়ী, “দেখামাত্র ব্রাশফায়ার”নিরস্ত্র জনসাধারণের জন্য নয়। তবে মোড়ে মোড়ে তল্লাশি, যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ এবং অস্ত্রধারী পুলিশের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু তা যেন নাগরিকদের জীবন ও মর্যাদার সঙ্গে সংঘর্ষে না আসে-এটাই মূল পরীক্ষা। নিরাপত্তা ও মানবাধিকার একইসঙ্গে নিশ্চিত করা কঠিন কিন্তু অপরিহার্য। আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যাতে সন্ত্রাসী বা আইনভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় সাধারণ মানুষ নিরাপদ থাকে। নগরের তল্লাশি কার্যক্রম পরিকল্পিত ও সীমাবদ্ধ, মানবাধিকার মেনে এবং আইনগত নিয়ন্ত্রণে পরিচালিত হওয়া উচিত। চট্টগ্রামের এই ঘটনা নির্দেশ করে যে, নিরাপত্তা কেবল অস্ত্র, তল্লাশি বা টহল দিয়ে সীমাবদ্ধ থাকতে পারবে না। তা হবে সচেতন প্রশাসন, সংবিধানিক মূল্যবোধ এবং নাগরিক অধিকার রক্ষার সমন্বয়। রাষ্ট্রের দায়িত্ব শুধু অপরাধ রোধ নয়; এটি নাগরিকের জীবন ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতিও বহন করে। অতএব, নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে সকল পুলিশি কার্যক্রমের সীমারেখা, স্বচ্ছতা এবং জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় মনোযোগ অব্যাহত রাখা সময়ের দাবি। নাগরিক নিরাপত্তা এবং সংবিধানরক্ষার মধ্যে ভারসাম্য না থাকলে, আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী হলেও গণতান্ত্রিক মর্যাদা সংকটে পড়বে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button