সম্পাদকীয়

মাদক প্রতিরোধে আইন প্রয়োগসহ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সবই হচ্ছে আবার কিছুই হচ্ছে না। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর প্রবণতা। প্রতিনিয়তই সুস্থ জীবন থেকে সরে যাচ্ছে বহু তরুণ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের মানুষ। দেশে কী পরিমাণ মাদকাসক্ত মানুষ রয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। অভিযোগ রয়েছে, যে সব কারাগারে মাদকাসক্তদের সাজা দিয়ে রাখা হয় সেখানেও মাদকের বিস্তার চরমে। মাদকের যে নামটি সবার মুখে মুখে, সেটা হলো ইয়াবা। এটা এত পরিচিত হয়েছে যে অন্যান্য পণ্যের মতোই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিকট পরিচিতি পাচ্ছে। মাদকের প্রভাব বাড়ার কারণে সমাজ এবং পরিবার দিন দিন হয়ে পড়ছে উদ্বিগ্ন। সুস্থ এবং সুশৃংখল সমাজ নির্মাণ করতে হলে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে যুব সমাজকে। এখন দেখা যাক মাদকটা আসলে কী ? যে সব প্রাকৃতিক বা রাসায়নিক দ্রব্য সেবন বা গ্রহণ করার ফলে মানুষের অনুভূতি অস্বাভাবিক হয়ে পড়ে এবং মানসিকতার পরিবর্তন ঘটে তাকেই মূলত আমরা মাদক বলি। হঠাৎ করে মানুষ এ নেশায় আসক্ত হয় না। ধীরে ধীরে মানুষ এসব মাদকের জালে আবদ্ধ হচ্ছে। মাদক এমন একটি নেশা যাতে একবার প্রবেশ করলে পরিত্যাগ করা খুবই কঠিন। মাদক কিভাবে মানুষকে ধ্বংসের পথে নিয়ে চলে তা সে নিজে জানে না, এমন কি সে নিজে বুঝতে পারে না এবং অপরকে বুঝতে দেয় না। সব কিছু জানার পরও কেন এ দিকে ধাবিত হচ্ছে তার সঠিক ধারণা কারো নেই। মাদকসেবীদের অধিকাংশই তরুণ, তারা মাদকের আক্রমণে ন্যায়-অন্যায় ভুলে যায়। মাদকে আসক্ত হওয়ার পর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, এর পরিণামে সন্তানের হাতে বাবা-মায়ের খুন, ছিনতাই, চাঁদাবাজি এবং রাহাজানি যেন খুব সাধারণ ঘটনা। সমাজে নেমে আসে চরম অবক্ষয়। এমন ভয়াবহ পরিবেশে বেড়ে তরুণ যখন যুবক হয়ে দাম্পত্য জীবনে প্রবেশ করে তখন তার জীবনে আর শান্তি আসে না। শুরু হয় পারিবারিক কলহ, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসাঞ্জস্যতা, বিয়েবিচ্ছেদ, পরিণামে এই দম্পতির সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে মাদকের নীল দংশন থেকে যুবসমাজকে বাঁচাতে হবে, এ জন্য প্রতিষ্ঠিত করতে হবে পারিবারিক ও সামাজিক সচেতনতা। কাজ করতে হবে মাদকের চোরকারবারিদের চালান প্রতিরোধে। এ জন্য সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। সেইসঙ্গে মাদক ব্যবসায়ের সাথে জড়িতদের আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তবেই আমরা পাব একটি মাদকমুক্ত সমাজ ও সুন্দর দেশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button