বোরো মৌসুমে বীজ বাজারের চাহিদা-উৎপাদনশীল ভবিষ্যতের সঙ্গে সতর্কতার বার্তা

হাওর অঞ্চলজুড়ে বোরো মৌসুমের প্রস্তুতি শুরু হতেই সুনামগঞ্জের তাহিরপুরের বীজ বাজার যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তাহিরপুর সদর বাজার ও বাদাঘাট বাজারে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকের উপচে পড়া ভিড় প্রমাণ করে-ভালো বীজ এখনও কৃষকের আস্থার প্রধান উৎস। সরকারি-বেসরকারি বীজ, বিশেষ করে শক্তি-২, শক্তি-৩, ব্র্যাক-৭৭৭, ব্র্যাক-৪৪৪সহ বিভিন্ন হাইব্রিড বীজের প্রতি এ বছরের ঝোঁক আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। গত মৌসুমের বাম্পার ফলন কৃষকদের আত্মবিশ^াস বাড়িয়েছে, ফলে তারা এবার আরও উন্নত জাতের বীজ কেনায় আগ্রহী। হাওরের কৃষির বিশেষত্ব হলো-পাহাড়ি ঢলের পলি জমে জমি স্বাভাবিকভাবেই উর্বর থাকে, তাই রাসায়নিক সারের ব্যবহার তুলনামূলক কম। এই প্রাকৃতিক সুবিধার সঙ্গে যদি উন্নতমানের বীজ যুক্ত হয়, তবে ফলন বাড়ার সম্ভাবনা বহু গুণ বৃদ্ধি পায়। কৃষকের অভিজ্ঞতাও তা-ই বলছে। কেউ বলছেন শক্তি-২-এর ফলন ও স্বাদের কথা, কেউ ব্র্যাক-৭৭৭-এর আগাম জাত হিসেবে বন্যা-ঝুঁকি এড়ানোর সুবিধার কথা তুলে ধরছেন। বাস্তবে এসব হাইব্রিড জাত হাওরকেন্দ্রিক কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে সম্ভাবনার পাশাপাশি সতর্কতাও জরুরি। বাজারে বীজের চাহিদা বাড়লেই নকল ও প্রতারক চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা দেখা দেয়। ইতোমধ্যে ব্র্যাকের নাম ব্যবহার করে নকল বীজ বিক্রির অভিযোগ উঠেছে, যা কৃষকদের জন্য বড় বিপদ। ভুল বীজ মানে পুরো মৌসুমের ক্ষতি। সুতরাং কৃষকদের সচেতন হতে হবে-অনুমোদিত ডিলার, সঠিক প্যাকেজিং, অনলাইন যাচাই-এসব নিশ্চিত করেই বীজ কেনা প্রয়োজন। সরকারি তদারকির পাশাপাশি কৃষক সচেতনতাই নকল বীজ প্রতিরোধের কার্যকর উপায়। বীজ ব্যবসায়ীরাও প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতিতে স্বল্প লাভে বীজ বিক্রি করছেন, যা কৃষকের পক্ষে সুফল বয়ে আনলেও বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে পরিকল্পিত নজরদারি প্রয়োজন। তাহিরপুর কৃষি অফিস জানাচ্ছে, বাজারে বীজের সরবরাহ পর্যাপ্ত এবং কেউ অতিমূল্যে বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে-এ ধরনের তদারকি মৌসুমে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বীজতলা তৈরির সময়, মাঠ প্রস্তুতির সময়। গত বছরের ভালো ফলন কৃষককে উৎসাহ দিয়েছে, কিন্তু শুধু উৎসাহ দিয়ে কৃষি উন্নয়ন সম্ভব নয়। প্রয়োজন মানসম্পন্ন বীজ, জলবায়ু সহনশীল জাত, সঠিক বাজার ব্যবস্থাপনা ও নকল বীজের বিরুদ্ধে কঠোর মনিটরিং। হাওরের কৃষকরা যে বোরো মৌসুমের ওপর পুরো বছরের জীবিকা নির্ভর করেন, তা মাথায় রেখে প্রতিটি ধাপেই প্রয়োজন দায়িত্বশীলতা ও বিজ্ঞানভিত্তিক সহায়তা। তাহিরপুরের জমিতে বোরো ধান শুধু খাদ্য নিরাপত্তার নয়, গ্রামীণ অর্থনীতির ভিত্তি। তাই এই বীজ বাজারের উচ্ছ্বাস যেন সারা মৌসুম জুড়েই ফলনের সাফল্যে রূপ নেয়-এটাই প্রত্যাশা।
