সম্পাদকীয়
বিজয়ের দিন

যারিন তাসনিম
রক্তমাখা ডিসেম্বরের সকালে
উড়ে এসেছিল স্বাধীনতার গান,
ভাঙা শিকল, জ্বলন্ত চোখে
জেগে উঠেছিল একটি লাল-সবুজ প্রাণ।
নয় মাসের কান্না, নয় মাসের ক্ষুধা
নয় মাসের অন্ধকার রাত,
সব পেরিয়ে সূর্যের মতো
উঠে দাঁড়ায় বিজয়ের প্রভাত।
মায়ের চোখে জল, তবু হাসি
বাবার কাঁধে গর্বের ভার,
মাটির নিচে ঘুমিয়ে থাকা
অসংখ্য নামহীন অহংকার।
এই পতাকা শুধু কাপড় নয়,
এটি শহীদের শেষ নিঃশ^াস,
এই মাটি শুধু ধুলো নয়,
এটি ত্যাগের অক্ষয় বিশ^াস।
আজ বিজয়ের দিনে শপথ করি,
ভুলব না ইতিহাসের ঋণ,
বাংলা, বাংলাদেশ-চিরজীবী
১৬ ডিসেম্বর, আমাদের বিজয়ের দিন।
