সম্পাদকীয়

এক অধ্যায়ের অবসান, স্মৃতিতে খালেদা জিয়া

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এমন এক নাম, যা সময়ের সঙ্গে সঙ্গে একটি অধ্যায়ের প্রতীক হয়ে উঠেছিল। তাঁর মৃত্যুতে দেশ শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীকে হারায়নি, হারিয়েছে দীর্ঘদিন ধরে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক দৃঢ়চেতা নেত্রীকে।
রাজনীতিতে তাঁর পথচলা সহজ ছিল না। প্রতিকূলতা, বিরোধিতা, সংকট ও সংগ্রামের মধ্য দিয়েই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ক্ষমতায় থাকা কিংবা বিরোধী দলে থাকা, দুই অবস্থানেই তিনি ছিলেন স্পষ্ট ও দৃঢ়। নিজের বিশ^াস ও অবস্থান থেকে তিনি খুব কমই সরে এসেছেন। এই অবিচলতা তাঁকে যেমন সমর্থকদের কাছে শক্তির প্রতীক করেছে, তেমনি সমালোচনার মুখেও ফেলেছে। তবু কেউ অস্বীকার করতে পারে না, তিনি ছিলেন সাহসী ও প্রভাবশালী এক রাজনৈতিক ব্যক্তিত্ব।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজনৈতিক দ্বন্দ্ব এবং ক্ষমতার পালাবদলের সাক্ষী। তিনি নারী নেতৃত্বের একটি শক্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন এক সমাজে, যেখানে রাজনীতি দীর্ঘদিন ধরেই পুরুষপ্রধান ছিল। তাঁর উপস্থিতি বহু নারীর জন্য রাজনীতিতে অংশ নেওয়ার অনুপ্রেরণা হয়ে উঠেছিল।
জীবনের শেষভাগে দীর্ঘ অসুস্থতা ও নানামুখী চাপের মধ্য দিয়ে দিন কাটালেও তিনি রাজনীতির আলোচনার কেন্দ্র থেকে কখনো পুরোপুরি সরে যাননি। তাঁর নাম ঘিরে দেশজুড়ে যে আবেগ, আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে, তা তাঁর রাজনৈতিক গুরুত্বেরই প্রতিফলন।
এই মুহূর্তে মতাদর্শের বিভাজন পেরিয়ে জাতির জন্য প্রয়োজন সংযম, শ্রদ্ধা ও মানবিকতা। রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, কিন্তু একজন মানুষের মৃত্যুতে নীরব সম্মান ও মর্যাদা দেখানোই সভ্য সমাজের পরিচয়। খালেদা জিয়ার জীবন ও রাজনীতি নিয়ে ইতিহাস তার নিজস্ব মূল্যায়ন করবে।
আজ এই বিদায়ের ক্ষণে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এমন এক নেত্রীকে, যিনি কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতির মানচিত্রে ছিলেন দৃশ্যমান ও প্রভাবশালী। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকাহত পরিবার ও অনুসারীদের প্রতি জানাই গভীর সমবেদনা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button