সম্পাদকীয়

রোগীদের প্রত্যাশার প্রতিফলন ঘটুক

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

দেশে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ নতুন নয়। ব্যতিক্রম নয় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালও। দেশে ক্যানসারে আক্রান্ত রোগী দিন দিন বাড়লেও এ প্রতিষ্ঠানটি থেকে মিলছে না উপযুক্ত সেবা। সেখানে সেবা নিতে এসে রোগী ও তার স্বজনরা পদে পদে ভোগান্তির শিকার হন। রাজধানীর মহাখালীতে ৫২০ শয্যাবিশিষ্ট দেশের সর্ববৃহৎ এ চিকিৎসাকেন্দ্রটি প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে গেলেও এর সেবার মান নিয়ে প্রশ্ন থেকেই গেছে। হাসপাতালটিই যেন অনিয়মের ক্যানসারে আক্রান্ত। লোকবল থাকলেও স্বাস্থ্যবিধি কিংবা পরিষ্কার-পরিছন্নতার কোনো বালাই সেখানে নেই। বারান্দা, করিডর ও শৌচাগারসহ বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ ছড়াচ্ছে দুর্গন্ধ। অপরিচ্ছন্ন মেঝেতেই শুয়ে-বসে নতুন রোগীরা যন্ত্রণায় আর্তনাদ করেন। এছাড়া নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় জরুরি বিভাগের অবস্থাও নাজুক। অভিযোগ রয়েছে, প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা প্রতিনিয়ত দালাল আর আনসারদের দ্বারা হয়রানির শিকার হন। তাদের খুশি করলে সব সুযোগ-সুবিধাই মেলে; কিন্তু বিরাগভাজন হলেই পদে পদে মেলে ভোগান্তি। বিশেষত, গ্রামাঞ্চল থেকে যেসব রোগী আসেন, তাদের ভোগান্তি চরমে ওঠে। তাদের বেশির ভাগকে হাসপাতালের আঙিনায় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে হয়। ভাবা যায়, এই প্রচ- শীতের রাতেও খোলা জায়গায় তাদের কাটাতে হয় রাত! রোগীর সঙ্গে আসা স্বজনদেরও হয় একই অবস্থা। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। অপেক্ষমাণদের জন্য অস্থায়ী আবাসন তৈরির একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগ কাজে আসেনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই হাসপাতাল পরিদর্শনে গেলে তিনি একই আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এক মাস অতিক্রম হলেও আবাসন নির্মাণের কোনো অগ্রগতি হয়নি। ফলে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোগী ও তাদের স্বজনদের যাপন করতে হয় মানবেতর জীবন। অপেক্ষার জন্য আবাসন তো নেই-ই, এই হাসপাতালে গোসল ও প্রাকৃতিক কর্মের জন্যও নেই মানসম্মত টয়লেট ও গোসলখানা। অপেক্ষমাণ রোগীদের যাতে কোনো ধরনের কষ্ট পোহাতে না হয়, সেজন্য জরুরি ভিত্তিতে আবাসন নির্মাণ করতে হবে। গোসল, প্রাকৃতিক কর্মসহ নানা প্রাত্যহিক কাজে তাদের যেন অসুবিধায় পড়তে না হয়, সে ব্যবস্থাও করা দরকার। একটি জটিল রোগে আক্রান্তদের প্রতি এতটুকু সহানুভূতি দেখাতেই হবে। একই সঙ্গে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে যারা দুর্নীতির সঙ্গে জড়িত কিংবা দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, কর্তৃপক্ষকে তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button