রাজকুমার এখন পাবনায়
প্রবাহ বিনোদন: এ বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল দুই ছবি হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ও রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’। দুই ছবিসংশ্লিষ্টরাই ব্যস্ত হয়ে পড়েছেন পরের ছবির শুটিং ও পরিকল্পনায়। জাতীয় নির্বাচন সামনে, এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল। তাঁর পরের ছবি ‘রাজকুমার’-এর নাম ভূমিকায় আছেন আগের ছবির নায়ক শাকিব খান। আগের ছবির নায়িকা ইধিকা পাল নেই এখানে, তবে তিনিও এই মুহূর্তে আরেকটি বাংলাদেশি ছবির শুটিং করছেন কলকাতায়। হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ ছবিতে তাঁর নায়ক ‘পরাণ’ খ্যাত শরিফুল রাজ। ১২ ডিসেম্বর এফডিসিতে শুরু হয় ‘রাজকুমার’-এর শুটিং। শুটিংয়ে অংশ নেন শাকিবের আমেরিকান নায়িকা কোর্টনি কফি। তিন দিন শুটিং করে দেশে ফিরে যান কফি। এখন ছবিটির শুটিং চলছে পাবনায়। বুধবার সন্ধ্যায় শুটিংয়ের দেড় মিনিটের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন শাকিব খান। সেখানে দেখা যায়, প্রিয় নায়ককে একপলক দেখতে দূর-দূরান্ত থেকে হুমড়ি খেয়ে পড়েছে সাধারণ মানুষ। সেই ধকল সামলাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রীতিমতো গলদঘর্ম। ভিডিওটি পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘আমাকে এভাবেই সব সময় ভালোবাসুন।’ পরিচালক হিমেল আশরাফ জানান, পাবনার পর জানুয়ারি থেকে এ ছবির বাকি অংশের শুটিং হবে আমেরিকায়। এক স্বপ্নবাজ তরুণের আমেরিকা পাড়ি দেওয়ার গল্প ‘রাজকুমার’। পরিচালকের আগের ছবি ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান এই ছবিরও প্রযোজক। আসছে রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি। শাকিব খানের ‘প্রিয়তমা’ ইধিকা পাল এখন আছেন নিজের শহর কলকাতায়, ‘কবি’ রূপী শরিফুল রাজের সঙ্গে। ১৪ ডিসেম্বর কলকাতায় শুরু হয়েছে ‘কবি’র শুটিং। তারও বেশ কয়েক দিন আগে কলকাতায় হাজির হয়েছেন রাজ। অভিনয়শিল্পীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেন পরিচালক কল্লোল। এরপরই ক্যামেরার সামনে দাঁড়ান রাজ-ইধিকা। রাজ জানান, ওপারের শুটিং পর্ব শেষে বাংলাদেশে হবে ছবির বাকি অংশের শুটিং। ছবিটিতে রাজ-ইধিকার সঙ্গে অভিনয়ে আরো আছেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাস প্রমুখ। ‘রাজকুমার’ ও ‘কবি’ ছাড়াও এই সময়ে আরো দুটি ছবির শুটিং চলছেÍ‘এশা মার্ডার’ ও ‘বীর বাঙালি’। ১২ ডিসেম্বর ‘রাজকুমার’-এর সঙ্গে একই দিনে এফডিসিতে শুরু হয় ‘এশা মার্ডার’-এর শুটিং। এক সপ্তাহ পর পুরো ইউনিট নিয়ে পরিচালক সানী সানোয়ার চলে যান ময়মনসিংহ। ২০০৯ সালে ঢাকার আজিমপুরের একটি খুনের ঘটনা তদন্ত করে সমাধান করেছিলেন এই নির্মাতা। সেই ঘটনা নিয়ে চিত্রনাট্য সাজিয়ে নির্মাণ করছেন ‘এশা মার্ডার’। এখানে পুলিশের চরিত্রে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। অভিনয়ে আরো আছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, পূজা ক্রুজ, শরীফ সিরাজ, রোজা খন্দকার রিমু প্রমুখ। আসছে ঈদেই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা পরিচালকের। ওদিকে গাজীপুরে চলছে মিজানুর রহমান শামীমের ‘বীর বাঙালি’র শুটিং। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ছবির গল্প। প্রধান চরিত্রে আছেন ‘লড়াকু’ নায়ক রুবেল। তাঁর নায়িকা সায়মা স্মৃতি। পরিচালক জানালেন, ছবিটির শুটিং প্রায় শেষ। বাকি কাজ সম্পন্ন করে যত দ্রুত সম্ভব মুক্তি দেবেন। কোর্টনি কফির পাশে তাঁর ‘রাজকুমার’ শাকিব খান, শাকিবের পাশে তাঁর ‘প্রিয়তমা’ ইধিকা পাল। বঙ্গভবনে ‘রাজকুমার’-এর আনুষ্ঠানিক ঘোষণার দিনে দুই বিদেশি নায়িকার সঙ্গে এভাবেই পোজ দিয়েছিলেন শাকিব খান