বিনোদন

আসাম যাচ্ছেন ইধিকা-শাকিব

প্রবাহ বিনোদন: বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম রাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও তার প্রিয়তমা সিনেমার নায়িকা ইধিকা পাল। অন্যদিকে ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলীও অংশ নেবেন সেখানে। আগামী ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ঢালিউডের এই তারকা জুটি। বিষয়টি নিজেই নিশ্চিত করে নিরব বলেন, ‘প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে থাকবে বুবলী। আশা করছি সেখানে যাওয়ার অভিজ্ঞতা ভালো হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই দেখতে পাই, সেখানের মানুষ আমাদের জন্য ভালোবাসা প্রকাশ করছেন। বিষয়টি খুবই ভালো লাগে।’ শুধু নিরব-বুবলীই নয়, আসামে ভক্তদের সাথে দেখা করবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমার এই দুই তারকাও সেখানকার দুইটি শো’তে অংশ নেবেন। জানা গেছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করবেন শাকিব খান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button