বাদ যাচ্ছেন জায়েদ খান
প্রবাহ বিনোদন: দেলোয়ার জাহান ঝন্টু ও রাজীব কুমারের পরিচালনায় আজ থেকে এফডিসিতে শুটিং শুরু হবে ‘অপারেশন জ্যাকপট’। ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নিপুণ আক্তার ও জায়েদ খান। তবে ২৬ ডিসেম্বর নিপুণ জানিয়েছিলেন, জায়েদ খান ছবিটিতে অভিনয় করবেন শোনার পর তিনি সরে দাঁড়িয়েছেন। এমনকি চুক্তিবদ্ধ হওয়া টাকাও ফেরত দিতে চেয়েছিলেন প্রযোজককে। তবে ২৭ ডিসেম্বরের এক সংবাদ সংম্মেলনে জানা যায়, নিপুণ নন, জায়েদ খানই ছবিতে থাকছেন না। সেদিন প্রযোজক স্বপন চৌধুরী ‘অপারেশন জ্যাকপট’ ছবিতে অভিনয় করতে যাওয়া শিল্পীদের তালিকা প্রকাশ করেন। সেখানে নিপুণের নাম থাকলেও জায়েদ খানের নাম ছিল না। এ ব্যাপারে স্বপন চৌধুরী বলেন, ‘আলাদা করে বলার কিছু নেই। আমাদের ছবিতে যাঁরা অভিনয় করছেন, আমরা তাঁদের নামের তালিকা প্রকাশ করেছি। তালিকায় যাঁর নাম নেই তিনি অভিনয় করছেন না এটাই স্বাভাবিক।’ বিষয়টি নিয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করতে গেলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। জানা গেছে, তিনি দুবাই থেকে দেশে ফিরছিলেন। এই সময় তিনি বিমানে ছিলেন।