বিনোদন

প্রথমবার খলনায়ক চরিত্রে সিয়াম

প্রবাহ বিনোদন: ১ ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পাবে ভিকি জাহেদের ‘টিকিট’। ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এই সিরিজ ও তাঁর সাম্প্রতিক কাজ নিয়ে অভিনেতা বলেছেন হৃদয় সাহার কাছে।
প্রথমবার খলনায়ক? খবর বেরিয়েছিল, এই সিরিজে খল চরিত্রে পাওয়া যাবে সিয়ামকে।
তবে পুরোপুরি স্বীকার করলেন না অভিনেতা। বলেন, ‘এখানে আমার নাম সালেক। ছেলেটা পরিস্থিতির শিকার। সে একটা পরিস্থিতিতে ভালো ব্যবহার করছে, কিন্তু অন্য পরিস্থিতিতে যা করছে তা হয়তো আরেকজনের জন্য মন্দ। আগে থেকে বলা যাবে না এটা খল চরিত্র। সিরিজের শেষ পর্যন্ত অপেক্ষা করলে পরিষ্কার বুঝতে পারবে।’
লটারি থেকে টিকিট: প্রথমে শোনা গিয়েছিল সিরিজের নাম ‘লটারি’, মুক্তির আগে হয়ে গেল ‘টিকিট’। কেন? সিয়াম বলেন, “নাজিমউদ্দিন ভাইয়ের ‘লটারি’ গল্প অবলম্বনে এই ডার্ক-কমেডি সিরিজ। আমরা লটারি নামেই কাজ শুরু করেছিলাম, এখন কেন ‘টিকিট’ হলো, এর সঠিক ব্যাখা দিতে পারবেন পরিচালক ভিকি জাহেদ ভাই। তবে আমারও মনে হয়েছে লটারির চেয়ে টিকিট নামটা সিরিজটাকে বেশি জাস্টিফাই করে।”
সেই ভিকি এই ভিকি
২০১৬ সালে ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মন’ করেছিলেন সিয়াম। তারপর ‘টিকিট’। আগের ও বর্তমানের ভিকি কেমন? ‘তখন আমরা দুজনই নতুন, তখনকার একরকম অভিজ্ঞতা আছে। পরে দুজনই অনেকবার স্ক্রিপ্ট নিয়ে বসেছিলাম, নানা কারণে হয়নি। এখনকার ভিকি জাহেদ অনেক পরিণত ও গোছানো, খুব ডিটেইলে কাজ করতে পছন্দ করেন’, বলেন সিয়াম।
জোভানের বিয়েতে
ফারহান আহমেদ জোভানের বিয়েতে সিয়ামের নাচ-গানের ভিডিও এখন ভাইরাল।
বললেন বন্ধু জোভান ও তাঁর বিয়ে নিয়েও, ‘আমাদের বন্ধুত্ব আগে থেকেই, এখন সেটা পারিবারিক বন্ধনে রূপ নিয়েছে। দুজনের ক্যারিয়ার একই সঙ্গে শুরু হয়েছে। দেখা গেছে কোনো অডিশন দিতে গিয়ে দুজনই রিজেক্টেড হয়ে ফিরেছি, আবার দুজনই সিলেক্টেড হয়েছি। সময়ের সঙ্গে বন্ধুত্বটা গাঢ় হয়েছে। সেই বন্ধুর বিয়েতে পরিবার নিয়ে উপস্থিত থেকেছি, আমরা বিয়ের এক দিন অনেক মজা করেছি। টয়া, সাফা, তৌসিফ, তামিম এরাও আমাদের পরস্পরের ভালো বন্ধু, সবাই মজা করেছে। মনে রাখার মতো একটা ইভেন্ট হয়েছে।’
সামনে কী
এখন তো ‘টিকিট’-এর প্রচারণা নিয়েই আছি। সামনে একটা খুব ভালো প্রজেক্টের ঘোষণা দিতে পারব ইনশাআল্লাহ। এখনই বলতে পারছি না, তবে আশা করি খুব শিগগির ঘোষণা দিতে পারব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button