বিনোদন

ঈদে আসছে আরিয়ানের ত্রিভুজ প্রেমের গল্প

প্রবাহ বিনোদন: ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ব্যস্ত এখন ওটিটি নিয়ে। তবে ঈদে তিনি আবারও ফিরছেন নাটকে। ‘বড় ছেলে’খ্যাত এ নির্মাতা আনছেন ঈদে তাঁর একমাত্র নির্মাণ ‘তখন যখন’। আরিয়ানের চিত্রনাট্য ও নির্মাণে বিশেষ এই নাটকটি তৈরি করেছে সিএমভি। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জোভান, নিহা ও সাদিয়া আয়মান। যেখানে তাদের দেখা যাবে সহপাঠীর চরিত্রে। কাজটি প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা লাভ ট্রায়াঙ্গেল। বিশ্ববিদ্যালয় জীবনে ঢোকার আগে কোচিং করার একটা সময় আসে শিক্ষার্থীদের জীবনে। সেই সময়টাতে কোচিং ক্লাসের সুবাদে প্রেমেও পড়ে অনেকে। তেমনই একটি ত্রিভুজ প্রেমের গল্প এটি। বাকিটা আর বলছি না।’ নির্মাতা জানান, এখন তিনি ব্যস্ত আছেন একটি ওয়েব সিরিজ ও ওয়েব সিনেমা নির্মাণ প্রক্রিয়া নিয়ে। তবে দর্শক প্রত্যাশার কথা ভেবে ঈদ উপহার হিসেবে নির্মাণ করেছেন ‘তখন যখন’। এদিকে সিএমভি জানায়, ‘তখন যখন’ তাদের ঈদ আয়োজনের অন্যতম বিশেষ নির্মাণ। যা ঈদ আয়োজনে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button