বিনোদন

শাবনূর পরীর এক শৈশবের মুগ্ধতা

প্রবাহ বিনোদন: শিল্পী সমিতির নির্বাচন ঘিরে যেন এভডিসিতে বসেছিলো তারকাদের হাট। নতুন পুরনোদের এই মিলন মেলায় নজর কাড়লো এক সময়ের তারকা নায়িকা শাবনূর ও এই প্রজন্মের নায়িকা পরীমনির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক! এরমধ্যে শাবনূরের সাথে শিল্পী সমিতির নির্বাচন দিনের বেশকিছু স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে শেয়ার করেন পরীমনি। সেইসঙ্গে জানান নিজের উচ্ছ্বাসের কথাও। শাবনূরকে শৈশবের মুগ্ধতা আখ্যা দিয়ে পরী লিখেন, “একজন শাবনূর। একজন সুপারস্টার। এক শৈশবের মুগ্ধতা। একজন সুন্দর মনের মানুষ। একটা ভালোবাসা।” পরীর শেয়ার করা ছবিগুলো মুহূর্তে ছড়িয়ে যায়। সেই সঙ্গে হাজার দুয়েক ইতিবাচক মন্তব্যতো আছেই। বেশীর ভাগ মন্তব্যকারীই শাবনূরকে বাংলা সিনেমার শেষ সুপারস্টার নায়িকা বলছেন! এবারের শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হয়েছেন মিশা সওদাগর ও ডিপজল পরিষদ৷ সম্ভাবনা জাগিয়েও হেরেছেন মাহমুদ কলি ও নিপুন আক্তার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button