বিনোদন

নিজেকে বদলে ফেললেন শাবনুর

এফএনএস বিনোদন: দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। অনেকদিন বিরতি দিয়ে সম্প্রতি শুরু করেছেন নতুন ছবির কাজ। ছবিটির নাম ‘রঙ্গনা’।ঘোষনা দিয়ে প্রথম ধাপের শুটিংও করেছেন এই অভিনেত্রী। কথা ছিল ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে। কিন্তু তা হয়নি। ছবিটির কাজই শেষ করতে পারেননি পরিচালক আরাফাত। গত রোববার ফেসবুকে শাবনূরের দুটি ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন-গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে ‘ছবি দেখে বোঝা যাচ্ছে শাবনুর ওজন কমিয়েছেন। সেটাও চরিত্রের প্রয়োজনে। নতুন করে আবার দেখা যাবে তাকে। এদিকে রঙ্গনা নিয়ে পরিচালক আরাফাত আরও বলেন, ‘রঙ্গনা’ দীর্ঘ বিরতির পর এই ছবি দিয়ে শাবনূর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এর মধ্যে প্রথম দফায় ছবিটির শুটিং করেছেন তিনি। গত মাসে ছবির শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনূর। শাবনূর আপা দেশে ফিরলেই আমরা শুটিং শুরু করব। শেষবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে দেখা গিয়েছিল শাবনূরকে। সেদিন এফডিসিতে হাজির হয়ে চলচ্চিত্রবন্ধু-সহকর্মীদের সঙ্গে উচ্ছ্বসিত দেখা গেছে নায়িকাকে। শাবনূর ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘রঙ্গনা’র শুটিং নিয়ে। জমজমাট আয়োজনে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button