বিনোদন

হাবিব ওয়াহিদের কণ্ঠে ‘তুফান’র নতুন গান

প্রবাহ বিনোদন: ঈদুল আজহার আলোচিত ছবি ‘তুফান’। মুক্তির পর দেশে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সাড়া পাচ্ছে এটি। বিদেশেও হাউজফুল যাচ্ছে ছবিটির শো। এই তুফান-ঝড়ে এবার নতুন মাত্রা যোগ করতে চলেছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তাঁর কণ্ঠে প্রকাশ পেল ছবিটির নতুন গান, শিরোনাম ‘ফেঁসে যাই’। প্রথমে প্রকাশ্যে এসেছিল এই ছবির ‘লাগে উড়াধুরা’ গানটি। ইতোমধ্যে তা লুফে নিয়েছেন শ্রোতারা। অন্যদিকে, পর্দায় যাঁরা সিনেমাটি দেখেছেন, তাঁদের আগ্রহ রয়েছে অন্য গানগুলো নিয়েও। এরই ধারাবাহিকতায় এল নতুন গানটি। জানা গেছে, ফেঁসে যাই গানটি লিখেছেন তন্ময় পারভেজ। সুর-সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। রোমান্টিক ঘরানার এই গানের দৃশ্যে শাকিব খানের সঙ্গে মাসুমা রহমান নাবিলার প্রেম-রসায়ন দেখা যাবে। প্রসঙ্গত, মুক্তির পর থেকেই তুফান-ঝড় বইছে দেশের সিনেমা হলে। ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক, সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, ভারতে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে এটি। এর আগে গত শুক্রবার সিনেমাটি একযোগে মুক্তি পেয়েছে ১৫টি দেশে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button