পারিশ্রমিক বাড়াচ্ছেন শাকিব খান
প্রবাহ বিনোদন: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। দুই যুগের অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। এর মধ্যে প্রায় এক যুগ ধরে ঢালিউড ইন্ডাস্ট্রি রাজত্ব করে যাচ্ছেন তিনি। ঈদ কিংবা বড় কোনো উৎসব মানেই শাকিব খানের সিনেমা। আর এই নায়ককে নিয়ে নির্মাতা কিংবা প্রযোজকদের আগ্রহের পরিমাণও অনেক বেশি। সম্প্রতি একের পর এক সাফল্যে সিনেমার পরিমাণ অনেকটাই কমিয়ে আনছেন শাকিব খান। বছরে দুই থেকে তিনটি- এর বেশি সিনেমায় কাজ করতে চাইছেন না এই চিত্রনায়ক। ভালো গল্প ও চরিত্র পেলেই যুক্ত হচ্ছেন নতুন সিনেমায়- এমনটাই বলছেন শাকিব খানের ঘনিষ্ঠজনরা। আর সে কারণেই বেড়েছে নায়কের পারিশ্রমিকও। খোঁজ নিয়ে জানা যায়, বিগত বছরগুলোতে সিনেমা প্রতি ৪০-৫০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন শাকিব খান। তবে গেল বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’র জন্য পারিশ্রমিক নিয়েছিলেন প্রায় ১ কোটি টাকা। আর চলতি বছর ঈদুল ফিতরে ‘রাজকুমার’র জন্য নেন ১ কোটি। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত ‘তুফান’র জন্যও কোটি টাকা নিয়েছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে, পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক আরও বাড়িয়েছেন ঢাকাই সিনেমার এই সুপাস্টার। আগামীতে দেড় বা দুই কোটি টাকা পারিশ্রমিক নিতে পারেন তিনি! মূলত ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমা ব্লকব্লাস্টার হিটের তকমা পাওয়ায় কাজের প্রতি আরও বেশি মনোযোগী হতে চান শাকিব খান। কমাতে চান কাজের সংখ্যাও। সব মিলিয়েই পারিশ্রমিক বাড়াচ্ছেন তিনি। তবে পারিশ্রিক বাড়ানোর বিষয়ে এখনো মুখ খুলেননি শাকিব খান। যদিও এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা তিনি। বর্তমান এই অভিনেতা ব্যস্ত আছেন ‘তুফান’ সিনেমার প্রচারণায়।