বিনোদন

বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

প্রবাহ বিনোদন: শুটিংয়ের সময় থেকেই আলোচনায় আছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি। অবশ্য কারণও আছে। ‘প্যান ইন্ডিয়ান’ তকমা দিয়েই নির্মিত হচ্ছে ছবিটি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান। নির্মাণ করছেন অনন্য মামুন। গেল রোববার সার্টিফিকেশন বোর্ডের অনুমতির পর এবার মুক্তির ঘোষণা দিলেন পরিচালক অনন্য মামুন। তিনি জানান, ১৫ নভেম্বর বিশ্বব্যাপী এ ছবিটি মুক্তি দেওয়া হবে। তবে এই ঘোষণাও এলো ট্রেলারের মাধ্যমে। এর আগে একাধিকবার মৌখিকভাবে ‘দরদ’-এর মুক্তির কথা শোনা গেলেও এবার অফিশিয়ালি জানা গেল ১৫ নভেম্বর বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাধ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে একযোগে চলবে যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবি। দুই দিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হয় দরদ। সেখান থেকে কোনো রকম আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি লাভ করে ছবিটি। সংবাদমাধ্যমকে অনন্য মামুন বলেন, ‘ট্রেলার প্রকাশের পরপরই শাকিব ভক্তরা লুফে নিয়েছেন। বেশ ভালো সাড়া পাচ্ছি। সবাই দরদ দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। আমরাও অপেক্ষা করছি ১৫ নভেম্বরের জন্য।’ গেল ঈদুল আজাহার দিন ‘দরদ’-এর টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে সেই টিজার দুই বাংলার দর্শকদের নজর কাড়ে। দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে। শাকিব-সোনাল ছাড়াও ‘দরদ’ ছবিতে অভিনয় করেছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button