বিনোদন

আরিয়ানের সিনেমায় সিয়াম

প্রবাহ বিনোদন: ছোট পর্দায় নিজেকে চিনিয়েছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নির্মাণ করেছেন অসংখ্যা নাটক। তার বেশির ভাগই আলোচিত ও দর্শকনন্দিত। এ ছাড়া ওটিটিতে ‘নেটওয়ার্কের বাইরে’, ‘উনিশ বিশ’ ও ‘পুনর্মিলনে’ ওয়েব ফিল্মগুলো ছিল আলোচনায়। আরিয়ানের নির্মাণে নাটক ও ওয়েব ফিল্মে অভিনয় করেছেন নায়ক সিয়াম আহমেদ। এবার বড় পর্দার জন্য প্রস্তুতি নিয়েছেন মিজানুর রহমান আরিয়ান। নানা ধরনের আলোচনা ও গণমাধ্যমের সঙ্গে সাক্ষাতে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্বস্ত সূত্র বলছে, এবার সত্যিই সত্যিই সিনেমাহলের জন্য সিনেমা বানাতে যাচ্ছেন আরিয়ান। একেবারে পিউর রোমান্টিক গল্প নিয়েই এ অঙ্গনে অভিষেক ঘটবে তার। জানা গেছে, আরিয়ানের প্রথম সিনেমায় নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ। রায়হান রাফীর রোমান্টিক সিনেমা ‘পোড়ামন ২’-এর মাধ্যমে অভিষেক হওয়ার পর সিয়াম নানা চরিত্রে অভিনয় করেছেন। রোমান্টিক হিরোরূপেই ফিরছেন আরিয়ানের হাত ধরে। বিষয়টি নিয়ে সিয়াম ও আরিয়ান এ বিষয়ে আপাতত কিছু জানাতে চাননি। জানিয়েছেন, এমন কিছু ঘটলে তা আনুষ্ঠানিকভাবেই সবাইকে জানানো হবে। তবে নায়ক ও নির্মাতা কেউই বিষয়টিকে উড়িয়েও দেননি। ধারণা করা হচ্ছে, নায়িকার বিষয়টি চূড়ান্ত হলেই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে। নায়িকা চরিত্রের কাস্টিং নিয়েও নাকি থাকছে বিশাল চমক! বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে বিভিন্ন লোকেশনে বেশ বড় পরিসরে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। মুক্তির সম্ভাব্য তারিখ ২০২৫ সালের ঈদুল আজহা। যে উৎসবে শাকিব খানকে নিয়ে রায়হান রাফী নতুন একটি প্রজেক্টের ঘোষণা ইতোমধ্যে দিয়ে দিয়েছেন। সিনেমাপ্রেমীদের জন্য নিশ্চিতভাবেই আগাম উত্তাপ ছড়াতে যাচ্ছে আগামী কুরবানির ঈদ। রাফী-শাকিবের মুখোমুখি হতে চলেছেন যে আরিয়ান-সিয়াম!

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button