বিনোদন

সুখবর দিলেন শবনম ফারিয়া

প্রবাহ বিনোদন: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। মিষ্টভাষী এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে হুমায়ুন আহমেদের ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। তবে তুমুল জনপ্রিয় শবনম ফারিয়াকে পূর্বের মতো দেখা যায় না শোবিজে। ব্যক্তিজীবন, পড়াশোনা আর চাকরি নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে গত ঈদে সাজিন আহমেদ বাবুর অনুরোধে ‘ভারপ্রাপ্ত বউ’ নাটকে অভিনয় করেছিলেন শবনম ফারিয়া। এতে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। নাটকটিতে ফারিয়ার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। এবার অভিনেত্রী শবনম ফারিয়ার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তাকে দেখা যাবে বিচারক হিসেবে। এনটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া কমেডি অনুষ্ঠান মার্সেল ‘হা শো’-এর সপ্তম সিজনে বিচারকের আসনে বসবেন তিনি। তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে ভীষণ আনন্দিত শবনম ফারিয়া। তিনি বলেন, ‘সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকে ‘হা শো’-এর সঙ্গে যুক্ত হওয়া। সেখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি জমজমাট আসর হবে এবার।’ জানা গেছে, এরইমধ্যে দেশের নানা অঞ্চলের প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন পর্বের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। রাজধানীর তেজগাঁও অঞ্চলে এনটিভির স্টুডিওতে চলছে পর্বগুলো রেকর্ডিংয়ের কাজ। ২০১০ সালে ‘হা শো’-এর ফাইনালিস্ট পারফর্মার ছিলেন আবু হেনা রনি। তিনিই এর উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। এবারের আসরেও তাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। ‘হা শো’ পরিচালনা করছেন কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button