বিনোদন

দুর্ঘটনার কবলে পরীমণির ছেলে পুণ্য

প্রবাহ বিনোদন: হাসপাতালে অভিনেত্রী পরীমণির ছেলে পূণ্য। পূণ্যর চোখ ফুলে বন্ধ হয়ে গেছে, চোখের ওপরটা লাল হয়ে আছে। ছেলে পূণ্যর এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। গত বুধবার রাতেই ছেলের আহত হওয়া একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী। এর বেশি বিস্তারিত কোনো তথ্য দেননি। এই মুহূর্তের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে নায়িকার সন্তান। ছেলের বয়স প্রায় দু’বছর। দিন কয়েক আগেই ধুমধাম করে ছেলের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। সেসব ছবিও সামাজিক মাধ্যমেও ভাগ করে নিয়েছিলেন তিনি। তারপর নায়িকা নিজের জন্মদিনও উদযাপন করেন দুই ছেলেমেয়েকে নিয়ে। পরীর পোস্ট দেখে বোঝা যাচ্ছে, পূণ্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কী করে এই দুর্ঘটনা তা নিয়ে কিছুই জানাননি। প্রাক্তন স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই পরী তার ছেলেকে নিয়ে একাই থাকেন। ছেলের যাবতীয় দেখভালের দায়িত্ব মায়ের ওপরই। পূণ্যকে নিয়েই পরী এদিক-সেদিক যান। এমনকি শ্যুটিংয়েও ছেলেকে নিয়ে যেতে ভোলেন না অভিনেত্রী। স্বামীর সঙ্গে আলাদা হওয়ার পরই পরীর গোটা জীবনজুড়ে এখন শুধুই পূণ্য। তাই ছেলের কিছু হলে পরী খুব স্বাভাবিকভাবেই বিচলিত হয়ে পড়েন। এবারও তাই ঘটলো।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button