শত্রুপক্ষকে সুযোগ দেওয়া যাবে না: তাসরিফ খান
প্রবাহ বিনোদন: গেল জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিলো দেশ। সেই আন্দোলনে পতন হয়েছে স্বৈরাচার সরকার শেখ হাসিনার। তারপর দেশ চালাচ্ছে অন্তবর্তী সরকার। আন্দোলনের শুরু থেকেই সরব ভূমিকা ছিল গায়ক ও ইনফ্লুয়েন্সার তাসরিফ খানের। নানা ফেসবুক পোস্ট থেকে শুরু স্বশরীরে হাজির হয়েছেন আন্দোলনে। এ জন্য স্বৈরাচার সরকারের রোষানলেও পড়েছিলেন তিনি। গত বুধবার সকালে তিনি পোস্ট দিলেন আন্দোলন পরবর্তী প্রতি বিপ্লব প্রসঙ্গে। তিনি লেখেন, ‘আপনার হাতে পায়ে বা কোথাও ব্যথা পেলে, অসুখ হইলে কি করেন? হাত পা কেটে ফেলে দেন? নাকি ক্ষত স্থানে ঔষধ দেন, মলম লাগায়, চিকিৎসা করায় সারানোর চেষ্টা করেন? ২৪ এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা সবাই মিলে একটা শরীর এর মতোই! শরীর থাকলে শরীরে সমস্যা হবেই, এটাই স্বাভাবিক। কখনও ঘা হবে, কখনও হাত পা কেটে যাবে, ভাঙবে আবার মচকাবে।’ তিনি লেখেন, ‘শত্রুপক্ষ সবসময়ই চাইবে যেন আমরা সামান্য ঘা হলেই হাত পা কেটে ফেলে নিজেরাই দুর্বল হয়ে যাই। কিন্তু এই সুযোগ তাদের দেওয়া যাবে না। আমাদের হাত পা যতই কাটুক, ছিলুক, ভাঙুক কিংবা মচকে যাক, আমরা তা চিকিৎসা করে নিজের শরীরের মতোই সরায় নেবো কিন্তু ভুলেও তৃতীয় পক্ষের প্ররোচনায় বা ট্রেপে পরে তা কেটে ফেলার চিন্তাও মাথায় আনবো না কখনও।’