বিনোদন
রায়হান রাফীর নতুন সিরিজে তমা
প্রবাহ বিনোদন: কিছুদিন আগেই খবর প্রকাশ হয়েছিল রায়হান রাফীর নতুন সিরিজে অভিনয় করবেন জাহিদ হাসান এবং প্রার্থনা ফারদিন দীঘি। তবে এবার জানা গেছে, সেই সিরিজে থাকছেন না দীঘি, তার পরিবর্তে এসেছেন অন্য নায়িকা। কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকা- ঘিরে নির্মিত এই সিরিজের নাম ‘যাহা বলিব মিথ্যা বলিব’। ইতিমধ্যে শেষ হয়েছে এর শুটিং। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিরিজটিতে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। প্রথম দিকে দীঘির নাম শোনা গেলেও তিনি এই সিরিজে অভিনয় করেননি বলে নিশ্চিত হওয়া গেছে। ‘যাহা বলিব মিথ্যা বলিব’ সিরিজটি ওটিটি প্লাটফর্ম চরকির জন্য নির্মিত হলেও এটি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানা গেছে। এর আগে ওটিটি প্লাটফর্মটি একই প্রক্রিয়াও আরও একটি ওয়েব ফিল্ম সিনেমা হলে মুক্তি দিলেও সেটি সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ হয়।