বিনোদন

অন্তঃসত্ত্বার গুঞ্জনে মুখ খুললেন অহনা

প্রবাহ বিনোদন: শিগগিরই অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন বলে কিছুদিন আগে জানিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন এবং একটা সময়ে পুরোপুরিই বন্ধ করে দেবেন বলে মন্তব্য করেন তিনি। অভিনেত্রীর ভাষ্যে, ‘আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাই না। অনেকদিন কাজ করেছি, এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই।’ অহনার শোবিজাঙ্গন ছাড়ার খবরে ভক্তদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সেই সঙ্গে তিনি জানালেন আরও এক বিস্ফোরক তথ্য! অভিনেত্রীর শোবিজাঙ্গন ছাড়ার খবরে অনেক নেটিজেন নাকি দাবি করেছেন, তিনি অন্তঃসত্ত্বা! অভিনয় থেকে বিরতির নেওয়ার কারণ বিয়ের পরিকল্পনা কি না, এমন প্রশ্নে অভিনেত্রীর সরাসরি উত্তর- নাহ বিয়ে করছি না। কারণ প্রেম-ভালোবাসা এখন আর বিশ্বাস করি না। সে কারণে বিয়ে নিয়েও ভাবি না। অহনা বলেন, ‘বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে। কিন্তু সে যখন বুঝেছে, আমি কিছু নিয়ে কষ্ট পেয়েছি , তারপর থেকে আর চাপ দিচ্ছেন না।’ সাম্প্রতিক সময়ে ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন অহনা। যেখানে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button