বিনোদন

শুভেচ্ছা দূত রাজ রিপা ও সামিরা খান মাহি

প্রবাহ বিনোদন : জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সেভি বাংলাদেশ লঞ্চিং ইভেন্ট’ ও ‘সেভি অ্যাওয়ার্ড ২০২৪’। অনুষ্ঠানে সেভি বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চিত্রনায়িকা রাজ রিপা ও ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল এ অনুষ্ঠানের প্রথম আসর। আইসি ফিল্মসের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ ও বিশেষ অতিথি সেভি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর আলম উপস্থিত ছিলেন। এছাড়াও সেভি মালয়েশিয়ার পরিচালক লি টিক চুং, হোন আহ লেং ও লি শক্স পাউ, সেভি মালয়েশিয়ার ম্যানেজার লাই ইউ এবং সেভি বাংলাদেশের প্রধান উপদেষ্টা শিশির সরদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪৪টি বিভাগে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়। এদিন র‌্যাম্প শোতে শো-স্টপার হিসেবে নজর কেড়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল ও তানজিব সারোয়ার। আর নৃত্য পরিবেশন করেন শান্তি রহমান।
এবার ফ্যাশন আইকন ও মডেল বিবি রাসেল, সালেহা সারোয়ার, প্রযোজক আব্দুল আজিজ, চিত্রনায়ক অনন্ত জলিল, চিত্রনায়িকা ববি হক, পরিচালক রায়হান রাফি, চিত্রনায়িকা তমা মির্জা, অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী তানজিন তিশা, পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা জিয়াউল হক পলাশ, অভিনেত্রী রুকাইয়া জাহান চমকসহ আরও অনেকে পুরস্কার পেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button