বিনোদন

তনুর গ্রাফিতিতে পোস্টার, ক্ষমা চাইলেন মেহজাবীন

এফএনএস বিনোদন: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আজ শুক্রবার প্রেক্ষাগৃহে অভিষেক হতে যাচ্ছে তার। মুক্তি পেতে চলেছে তার সিনেমা প্রিয় মালতী। সে সিনেমার প্রচার-প্রচারণায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। এসবের মধ্যেই ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে পোস্টার লাগিয়ে হঠাৎ বিতর্কের জন্ম দেন অভিনেত্রী। সমালোচনার মুখে পড়ে অবশেষে টিএসসিতে গিয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেছেন মেহজাবীন। গত বুধবার সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকেই ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর সাঁটিয়ে দেওয়া ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি। মূলত গত বুধবার বিকেল থেকেই নিজের কর্মকা-ের জন্য সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এদিন বিকেলে নিজের প্রথম সিনেমা প্রিয় মালতীর প্রচারণায় বের হন তিনি। সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে নিজ হাতে প্রিয় মালতীর পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন এই অভিনেত্রী। যা নিয়েই তৈরি হয় বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকা-ের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার সটিয়ে দিচ্ছেন মেহজাবীন। শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরও প্রিয় মালতীর পোস্টার লাগাতে দেখা যায় অভিনেত্রী ও তার দলকে। বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহজাবীনকে। তার মতো একজন তারকা কীভাবে তনু কিংবা জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করেন, সেই প্রশ্ন তুলেন সকলে। ঘটনার জের ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন। যেখানে তিনি লেখেন, আমার শহিদ বোন তনুকে চেনেন না মেহজাবীন? কার গ্রাফিতির উপর নিজের খোমাওয়ালা পোস্টার লাগাইছেন? চিনবেন কেমনে? আপনাগো সো কল্ড কাল-চারাল পাড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয় কি? এরপরই এই সমন্বয়ক ঘোষণা দেন, টিএসসিতে আমড়া এই পোস্টার ছিড়বো না মেহজাবীন চৌধুরী। আপনি নিজে এসে এই পোস্টার ছিঁড়বেন। তার এই ঘোষণার কিছুক্ষণ পরই টিএসসিতে হাজির হয়ে নিজ হাতে ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর সটিয়ে দেওয়া প্রিয় মালতী সিনেমার পোস্টার তুলে ফেলেন মেহজাবীন। গত বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ক্ষমা চান তিনি। ফেসবুক পোস্টে মেহজাবীন চৌধুরী লেখেন, প্রিয় মালতী চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম গত বুধবার টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচ- ভিড় ও অনিবার্যকারণবশত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাক্সিক্ষত অব্যস্থাপনায় একটি পোস্টার মরহুমা সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো হয়ে যায়। আমড়া সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। তিনি লেখেন, পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমড়া তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি। এ অভিনেত্রী লেখেন, আমাদের চলচ্চিত্র, আমড়া এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমড়া আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সকল সহয়োগিতার জন্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button