বিনোদন

প্রেক্ষাগৃহে মুক্তি পেলো জয়ার ‘নকশি কাঁথার জমিন’

প্রবাহ বিনোদন : প্রতিবছর ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও এ বছর তেমনটা দেখা যায়নি। তবে বছর শেষ হচ্ছে মুক্তিযুদ্ধের সিনেমা দিয়ে। গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নকশি কাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা তুলে ধরেছেন নির্মাতা আকরাম খান। গল্পে দেখা যাবে, দুই বোন রাহেলা ও সালেহার বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেয় রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেবালি অংশ নেয় মুক্তিবাহিনীতে। অন্য দিকে সবর যোগ দেয় মুক্তিবাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখায় রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এই দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের গল্প নকশি কাঁথার জমিন। এখানে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান। আরও আছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button